৪১টি কয়লাখনি বেসরকারি হাতে তুলে দিলেন মোদি




করোনা মহামারির মধ্যেই ৪১টি সরকারি কয়লাখনি বৃহস্পতিবার বেসরকারি হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন থেকে নিলাম করে কয়লাখনি বেচা হবে। রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়ার হাতে আর একমাত্র কয়লা ব্যবসার দায়িত্ব থাকছে না। ফলে এই ক্ষেত্রে বেসরকারি লগ্নি বাড়বে। এই উপলক্ষে মোদি বলেন, এখন থেকে কয়লা ব্যবসা হবে প্রতিযোগিতামূলক। আগে খনি নিয়ে স্বচ্ছতার অভাব ছিল। এনডিএ ক্ষমতায় আসার পর এব্যাপারে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। তাছাড়া, করোনা আমাদের স্বনির্ভর হতে শিখিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। খনি বেসরকারিকরণ করায় লাভবান হবেন গরিব মানুষ। উল্লেখ্য, ১৯৭১-১৯৭২ সালে জাতীয়করণ হয়েছিল কোকিং কয়লা খনিগুলিষ কোকিং ন. এমন খনির জাতীয়করণ হয়েছিল ১৯৭৩ সালে। সংশ্লিষ্ট আইন প্রণয়নের পর ১৯৭৩ সালে ১ মে খনিগুলি বেসরকারি মালিকানা থেকে সরকারের হাতে আসে। তৈরি হয় কোল ইন্ডিয়া, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড। ২০১৫ সালে কয়লাখনির নিলামের জন্য সংসদে আইন পাশ হয়। আইন অনুসারে বেসরকারি কোম্পানিগুলি নিজেদের সিমেন্ট, ইস্পাত, বিদ্যুৎ, অ্যালুমিনিয়ামের জন্য খনি নিলামে কিনতে পারবে। সবথেকে বেশি দর দেবে যে কোম্পানি তাকেই খনি ব্যবহার করতে দেওয়া হবে। এতদিন একমাত্র কোল ইন্ডিয়াই খনি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারত।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post