দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পশ্চিমবঙ্গেও সংক্রমণ বাড়ছে সমানতালে। এরমধ্যেই লকডাউন শিথিল করা হয়েছে অনেকটাই। কিন্তু এখনও কোনও রাজানৈতিক জমায়েত বা কর্মসূচিতে নিষেধাজ্ঞা তোলেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এরমধ্যেই সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম-২ ব্লকে কর্মিসভা করলেন বীরভূমের ডাকাবুকো নেতা অনুব্রত মণ্ডল। তিনি কেতুগ্রামের তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক। মঙ্গলবার কেতুগ্রামের সরকারি কৃষি খামারেই দলীয় কর্মিসভা করলেন। নিরব জেলা পুলিশ প্রশাসনের কর্তারা।
ওই কর্মিসভায় উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মালও। ওই কর্মিসভায় অংশগ্রহণ করেছেন, কেতুগ্রাম-২ ব্লকের অঞ্চল সভাপতি, এলাকার সমস্ত বুথ সভাপতি ও একাধিক তৃণমূল কর্মীরা। ফলে বিরোধীরা প্রশ্ন তুলছেন, কোনও রকম সামাজিক দূরত্ববিধি না মেনেই কীভাবে এই কর্মিসভার অনুমতি দিল পুলিশ? এই ব্যপারে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন, আপনাদের থেকে আমি জ্ঞান শুনব না, আগে নিজে সোশাল ডিসট্যান্সিং মেনে চলুন। তাঁর যুক্তি, অমিত শাহ সভা করতে পারলে আমিও করতে পারি। পাশাপাশি এই কর্মিসভা থেকেও তিনি তৃণমূলকর্মীদের টাকা-পয়সার কথা না ভেবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
Post a Comment
Thank You for your important feedback