অমানবিক বললেও কম বলা হবে। ঘরের সামনের সরু বারান্দায় হইহই করে খেলা করতো শিশুগুলি। এটাই মেনে নিতে পারতেন না বছর পঞ্চান্নের শিবকুমার গুপ্ত। ফলে দুই শিশুকে পাঁচতলা থেকে ছুঁড়ে নীচে ফেলে দিলেন তিনি। এরমধ্যে দু’বছরের শিশু শিবম সাউ মারা গিয়েছে। ছ’বছরের বালক বিশাল সাউ আহত হয়ে নীলরতন সরকার হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিবেশীদের দাবি, চার বছরের একটি মেয়েকেও সে নীচে ফেলার চেষ্টা করছিল। কিন্তু তার মা ছুটে এসে ধরে ফেলায় প্রাণে বাঁচে মেয়েটি। চাঞ্চল্যকর ঘটনাটি বড়বাজার থানা এলাকার ১১৩ নেতাজি সুভাষ বসু রোডের। শিশুগুলির পরিবার ও প্রতিবেশীদের দাবি, শিবকুমার গুপ্ত এর আগেও শিশুদের হুড়োহুড়ি নিয়ে আপত্তি জানাতেন। এই নিয়ে ওই বাড়ির অন্যান্য বাসিন্দাদের সঙ্গে প্রায়ই ঝামেলা করতেন। এমনকি তাঁদের বাচ্চাদের নীচে ফেলে দেওয়ার হুমকিও দিয়েছে সে। তবে এটা যে সত্যিই ঘটিয়ে ফেলবেন শিবকুমার, সেটা ভাবতেই পারেনি শিশুদের বাবা-মা।
অমানবিক বললেও কম বলা হবে। ঘরের সামনের সরু বারান্দায় হইহই করে খেলা করতো শিশুগুলি। এটাই মেনে নিতে পারতেন না বছর পঞ্চান্নের শিবকুমার গুপ্ত। ফলে দুই শিশুকে পাঁচতলা থেকে ছুঁড়ে নীচে ফেলে দিলেন তিনি। এরমধ্যে দু’বছরের শিশু শিবম সাউ মারা গিয়েছে। ছ’বছরের বালক বিশাল সাউ আহত হয়ে নীলরতন সরকার হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিবেশীদের দাবি, চার বছরের একটি মেয়েকেও সে নীচে ফেলার চেষ্টা করছিল। কিন্তু তার মা ছুটে এসে ধরে ফেলায় প্রাণে বাঁচে মেয়েটি। চাঞ্চল্যকর ঘটনাটি বড়বাজার থানা এলাকার ১১৩ নেতাজি সুভাষ বসু রোডের। শিশুগুলির পরিবার ও প্রতিবেশীদের দাবি, শিবকুমার গুপ্ত এর আগেও শিশুদের হুড়োহুড়ি নিয়ে আপত্তি জানাতেন। এই নিয়ে ওই বাড়ির অন্যান্য বাসিন্দাদের সঙ্গে প্রায়ই ঝামেলা করতেন। এমনকি তাঁদের বাচ্চাদের নীচে ফেলে দেওয়ার হুমকিও দিয়েছে সে। তবে এটা যে সত্যিই ঘটিয়ে ফেলবেন শিবকুমার, সেটা ভাবতেই পারেনি শিশুদের বাবা-মা।
Post a Comment
Thank You for your important feedback