এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিশিষ্ট বাংলাদেশি রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। জানা গিয়েছে, ১২ দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনে তিনি বাড়িতেই চিকিৎসা করাচ্ছেন। এই তথ্য জানিয়েছেন রেজওয়ানা নিজেই। তিনি বলেছেন, সবার আশীর্বাদে এখন আমার শারীরিক অবস্থা ভালো। চিকিৎসকদের পরামর্শে আগামী মঙ্গলবার দ্বিতীয়বারের মতো আমার নমুনা নেওয়া হবে। আশা করছি এবার রেজাল্ট নেগেটিভ আসবে। সবার আশীর্বাদ চাই। ৬৩ বছর বয়সী এই সঙ্গীতশিল্পী এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যবিভাগের প্রধান। সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী। তাঁর শিক্ষা শান্তিনিকেতনে।
Post a Comment
Thank You for your important feedback