বারুইপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত দক্ষিণ কল্যাণপুর নস্করপাড়া চৌমাথার
মোড়। টানা বারোটা বছর এইভাবে জলের মধ্যে থেকে রাস্তা পারাপার করতে হচ্ছে
কয়েক হাজার মানুষকে। কল্যাণপুর, ধামুয়া, দুর্গাপুর, হোটোর ও দমদমা থেকে
বারুইপুর যাওয়ার এটাই একমাত্র সহজ শর্টকাট রাস্তা। বর্ষার সময় প্রতিদিন
প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ এই জলমগ্ন রাস্তার উপর দিয়েই যাতায়াত করেন।
আর সেই রাস্তার এরকম দশা থাকে বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত। বারবার
পঞ্চায়েতে জানিয়েও হয়নি কোনও সমাধান, সমস্যায় পড়েন সাধারণ মানুষ।
বর্ষার সময়টা এইভাবে জলের ওপর হেঁটে পায়ে সংক্রমণ হয় স্থানীয়
বাসিন্দাদের। অনেকে সাইকেল বাঁচাতে কাঁধে করে বর্ষার সময় জলমগ্ন রাস্তা
পারাপার করেন। মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, কিন্তু সেদিকে নজর নেই
জনপ্রতিনিধিদের।
Post a Comment
Thank You for your important feedback