বৃহস্পতিবার বিহারের বিভিন্ন প্রান্তে বাঁধভাঙা বৃষ্টির সঙ্গে ঘনঘন বজ্রপাত হয়। কালো করে আসা আকাশ চিরে ঘনঘন নেমে আসে কোটি ওয়াটের বিদ্যুৎ। আর তাতেই মৃত্যু হয়েছে অন্তত ১০৩ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছে বিহারের শীর্ষ আধিকারিকরা। কারণ গুরুতর জখম হয়ে বিভিন্ন হাসপাতালে এখনও বহু মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বিহারের নানা প্রান্ত থেকেই বজ্রপাতে মৃত্যুর খবর আসছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শুধুমাত্র একদিনেই এতজনের মৃত্যুর ঘটনা সুদূর অতীতেও নজিরবিহীন। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতেই বিহারের বিপর্যয় মোকাবিলা দফতরের সেক্রেটারি প্রত্যয় অমৃত জানিয়েছেন, মূলত খাগারিয়া, গোপালগঞ্জ, চম্পারণ, কিষাণগঞ্জ, জামুই, জেহানাবাদ জেলাতেই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। মানুষের পাশাপাশি প্রচুর গবাদি পশু ও পথের পশুপাখির মৃত্যু হয়েছে এই বজ্র-বিপর্যয়ে। পুরো ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। পাশাপাশি আহত ও গবাদি পশুদের জন্যও অর্থ বরাদ্দ করেছে বিহার সরকার। জানা যাচ্ছে, চাষের কাজ করার সময়ই সরাসরি বজ্রাঘাতেই বেশি মৃত্যুর ঘটনা সামনে আসছে। এদিন প্রধানমন্ত্রী নিজের শোকবার্তায় লিখেছেন, ভারী বৃষ্টি ও বজ্রপাতে এত মানুষের মৃত্যুর খবর খুবই দুঃখজনক। বিহার ও উত্তরপ্রদেশ সরকার এই বিপর্যয়ের মোকাবিলা করছে। কেন্দ্রও সাহায্য করবে। আমি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।
Post a Comment
Thank You for your important feedback