বর মারা গিয়েছেন করোনায়। বিয়েবাড়ির ১৫ জন করোনা পজিটিভ। আশপাশের আরও ৮০ জন আক্রান্ত। তবে কনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বিহারের পাটনার পালিগঞ্জ গ্রামে। ৩০ বছরের পাত্র গুরগাঁওয়ের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিয়ের দুদিন পরেই করোনায় মারা গিয়েছেন তিনি। তাঁর শরীরে করোনার সুস্পষ্ট লক্ষণ থাকলেও পরীক্ষা হয়নি। সেই অবস্থাতেই দাহ হয়ে যায় তাঁর। এরপরই ওই বিয়ের অনুষ্ঠানে হাজির থাকা নিকটজনের করোনা পরীক্ষা হয়। তাঁদের ১৫ জনের করোনা ধরা পড়ে। এতে আতঙ্কিত প্রশাসন ওই এলাকায় গণহারে নমুনা পরীক্ষা শুরু করে। তাতে করোমা পজিটিভ হন আরও ৮০ জন। এটিই বিহারের প্রথম গণসংক্রমণের ঘটনা। তবে মৃত বরের করোমা পরীক্ষা সম্ভব হয়নি। কারণ পরীক্ষার আগেই তাঁর দাহ হয়ে যায়। তবে জানা গিয়েছে, বর ১২ মে তাঁর নিজের গ্রামে ফিরে এসেছিলেন। করোনার প্রকট লক্ষণ থাকলেও তাঁর নমুনা পরীক্ষা করানো হয়নি। বিয়ের ২ দিনের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং তিনি মারা যান।
বর মারা গিয়েছেন করোনায়। বিয়েবাড়ির ১৫ জন করোনা পজিটিভ। আশপাশের আরও ৮০ জন আক্রান্ত। তবে কনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বিহারের পাটনার পালিগঞ্জ গ্রামে। ৩০ বছরের পাত্র গুরগাঁওয়ের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিয়ের দুদিন পরেই করোনায় মারা গিয়েছেন তিনি। তাঁর শরীরে করোনার সুস্পষ্ট লক্ষণ থাকলেও পরীক্ষা হয়নি। সেই অবস্থাতেই দাহ হয়ে যায় তাঁর। এরপরই ওই বিয়ের অনুষ্ঠানে হাজির থাকা নিকটজনের করোনা পরীক্ষা হয়। তাঁদের ১৫ জনের করোনা ধরা পড়ে। এতে আতঙ্কিত প্রশাসন ওই এলাকায় গণহারে নমুনা পরীক্ষা শুরু করে। তাতে করোমা পজিটিভ হন আরও ৮০ জন। এটিই বিহারের প্রথম গণসংক্রমণের ঘটনা। তবে মৃত বরের করোমা পরীক্ষা সম্ভব হয়নি। কারণ পরীক্ষার আগেই তাঁর দাহ হয়ে যায়। তবে জানা গিয়েছে, বর ১২ মে তাঁর নিজের গ্রামে ফিরে এসেছিলেন। করোনার প্রকট লক্ষণ থাকলেও তাঁর নমুনা পরীক্ষা করানো হয়নি। বিয়ের ২ দিনের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং তিনি মারা যান।
Post a Comment
Thank You for your important feedback