প্রতিদিনই করোনা সংক্রমণের রেকর্ড ভাঙছে ভারতে।




প্রতিদিনই  করোনা সংক্রমণের রেকর্ড ভাঙছে ভারতে। একদিনে সংক্রমিত হয়েছেন ১৩,৫৮৬ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৮০,৫৩২। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৩৬ জন। মোট মৃত ১২,৫৭৩। ২ লাখেরও বেশি রোগী সুস্থ হয়েছেন। তবে বৈশ্বিক পরিসংখ্যানে ভারতের সুস্থ হওয়ার হার অনেকটাই কম, ৫৫ শতাংশ। দেশের মোট সংক্রমণের এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রে। সেখানে ৬০ হাজারেরও বেশি রোগী সুস্থ হয়েছেন। তারপরই তামিলনাড়ু ও দিল্লি। অন্যদিকে, আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেবে, গোটা বিশ্বে ৮৪ লাখ মানুষ। মারা গিয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ২৯০ জন। বিশ্বে প্রথম স্থানে আমেরিকা, সংক্রমিত ২১,৮৯,০৫৬ জন। তারপরই ব্রাজিল, আক্রান্ত ৯ লাখ ৭৮ হাজার ১৪২ জন, তৃতীয় স্থানে রাশিয়া, আক্রান্ত ৫ লাখ ৬০ হাজার৩২১ জন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post