উদ্বেগ করোনা সংক্রমণে, কিছু স্বস্তি সুস্থতার হারে



গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা সংক্রমণ ১০,৬৬৭। সোমবার মৃত ৩৮০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা ৩,৪৩,০৯১। বিশ্বে ভারত এখন সংক্রমণে চতুর্থ স্থানে। মহারাষ্ট্রই দেশ সংক্রমণে শীর্ষে। সেরাজ্যে মোট আক্রান্ত ১,১০,৭৪৪, মৃত ৪,১০০ জন। তবে প্রথন তিনটি দেশের তুলনায় ভারতে মৃতের হার কম। এই দুশ্চিন্তার মধ্যেও রয়েছে ভালো খবরও। এই প্রথম সুস্থতার হার সংক্রমণের হারের ৫০ শতাংশ পেরিয়েছে। রবিবার সুস্থ হয়ে গিয়েছেন ১,৬২,৩৭৮ রোগী, গত ২৪ ঘণ্টা ছেড়ে দেওয়া হয়েছে ৮,০৪৯ জনকে। ফলে সুস্থ হওয়ার হার ৫০.৫৯ শতাংশ দাঁড়িয়েছে। এখন মোট ১,৪৯,৩৪৮ জনের চিকিৎসা চলছে। তবে যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে উদ্বেগ বেড়েই চলেছে। বিশেষ করে, চিন্তা বাড়িয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও দিল্লি। এই তিন রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা শুরু করা হচ্ছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post