চিনে কি আবার ফিরছে করোনাভাইরাস। বেজিংয়ে নতুন করে ৩৬ জনের সংক্রমিত হওয়ার খবরে শুরু হয়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জল্পনা। শনিবারও আরও ৩৬টি সংক্রমণের খবর এসেছিল। গত ৫০ দিনে বেজিংয়ে নতুন করে কোনও সংক্রমণের ঘটনা ঘটেনি। চিনের উপ প্রধানমন্ত্রী সুন চুনলান সংক্রমণ ঠেকাতে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন সরকারি কর্তাদের। বেজিংয়ের বড় বাজারগুলির সঙ্গে এই নতুন সংক্রমণের যোগ মিলেছে। জিনফাদি বাজারের সঙ্গে যোগ মিলেছে ৭৯টি কেসের। বন্ধ করা হয়েছে সেই মার্কেট এবং আশপাশের ১১টি জায়গায় জারি হয়েছে লকডাউন। বন্ধ করা হয়েছে প্রাথমিক স্কুল। এছাড়াও, লিওয়ানিং, হেবেই ও সিচুয়ান প্রদেশেও বেজিং থেকে আক্রান্ত হওয়ার খবর এসেছে। আমদানি করা সালমন মাছ কাটার তক্তা থেকেই ভাইরাস ধরা পড়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এরপরই বেজিংয়ের বড় সুপার মার্কেটগুলি মাছ সরিয়ে দিয়েছে।
চিনে কি আবার ফিরছে করোনাভাইরাস। বেজিংয়ে নতুন করে ৩৬ জনের সংক্রমিত হওয়ার খবরে শুরু হয়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জল্পনা। শনিবারও আরও ৩৬টি সংক্রমণের খবর এসেছিল। গত ৫০ দিনে বেজিংয়ে নতুন করে কোনও সংক্রমণের ঘটনা ঘটেনি। চিনের উপ প্রধানমন্ত্রী সুন চুনলান সংক্রমণ ঠেকাতে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন সরকারি কর্তাদের। বেজিংয়ের বড় বাজারগুলির সঙ্গে এই নতুন সংক্রমণের যোগ মিলেছে। জিনফাদি বাজারের সঙ্গে যোগ মিলেছে ৭৯টি কেসের। বন্ধ করা হয়েছে সেই মার্কেট এবং আশপাশের ১১টি জায়গায় জারি হয়েছে লকডাউন। বন্ধ করা হয়েছে প্রাথমিক স্কুল। এছাড়াও, লিওয়ানিং, হেবেই ও সিচুয়ান প্রদেশেও বেজিং থেকে আক্রান্ত হওয়ার খবর এসেছে। আমদানি করা সালমন মাছ কাটার তক্তা থেকেই ভাইরাস ধরা পড়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এরপরই বেজিংয়ের বড় সুপার মার্কেটগুলি মাছ সরিয়ে দিয়েছে।
Post a Comment
Thank You for your important feedback