প্রবল জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবারই তাঁর লালারস পরীক্ষা হবে। ৫৫ বছরের সত্যেন্দ্র নিজেই টুইটে জানিয়েছেন, গত রাতে বেশি জ্বর আর শরীরে অক্সিজেনের মাত্রা নেমে যাওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সপ্তাহে নমুনা পরীক্ষা হয়েছিল কেজরিওয়ালেরও। তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁরও জ্বর আর গলাব্যথা হয়েছিল। ৪২ হাজার করোনা সংক্রমিত নিয়ে দিল্লি দেশের মধ্যে এথন তৃতীয় স্থানে। অন্যদিকে, দিল্লির সব হাসপাতালের করোনা ওয়ার্ডে সিসিটিভি বসানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে। দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের কড়া সমালোচনার পর সোমবারই শাহ লোকনায়ক জয়প্রকাশ হাসপাতাল ঘুরে দেখেন। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মনোবল জোগাতে তাঁদের কাউন্সেলিং করার উপরেও জোর দেন তিনি। দিল্লি সরকারের ধারণা, জুলাইয়ের শেষে দিল্লিতে করোনা রোগীর সংখ্যা দাঁড়াবে সাড়ে ৫ লাখ। তখন ৮০ হাজার বেডের প্রয়োজন হবে হাসপাতালে। শাহ বৈঠকে জানিয়েছেন ৫০০টি রেলের কোচ করোনা রোগীদের জন্য রাখা হবে, হাসপাতালে বাড়তি ২০ হাজার বেডেরও বন্দোবস্ত করা হবে। এছাড়া, করোনা পরীক্ষাও আগামী দিনকয়েকে দিনে ১৮ হাজার করা হবে।
প্রবল জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবারই তাঁর লালারস পরীক্ষা হবে। ৫৫ বছরের সত্যেন্দ্র নিজেই টুইটে জানিয়েছেন, গত রাতে বেশি জ্বর আর শরীরে অক্সিজেনের মাত্রা নেমে যাওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সপ্তাহে নমুনা পরীক্ষা হয়েছিল কেজরিওয়ালেরও। তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁরও জ্বর আর গলাব্যথা হয়েছিল। ৪২ হাজার করোনা সংক্রমিত নিয়ে দিল্লি দেশের মধ্যে এথন তৃতীয় স্থানে। অন্যদিকে, দিল্লির সব হাসপাতালের করোনা ওয়ার্ডে সিসিটিভি বসানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে। দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের কড়া সমালোচনার পর সোমবারই শাহ লোকনায়ক জয়প্রকাশ হাসপাতাল ঘুরে দেখেন। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মনোবল জোগাতে তাঁদের কাউন্সেলিং করার উপরেও জোর দেন তিনি। দিল্লি সরকারের ধারণা, জুলাইয়ের শেষে দিল্লিতে করোনা রোগীর সংখ্যা দাঁড়াবে সাড়ে ৫ লাখ। তখন ৮০ হাজার বেডের প্রয়োজন হবে হাসপাতালে। শাহ বৈঠকে জানিয়েছেন ৫০০টি রেলের কোচ করোনা রোগীদের জন্য রাখা হবে, হাসপাতালে বাড়তি ২০ হাজার বেডেরও বন্দোবস্ত করা হবে। এছাড়া, করোনা পরীক্ষাও আগামী দিনকয়েকে দিনে ১৮ হাজার করা হবে।
Post a Comment
Thank You for your important feedback