অনলাইন কোচিংয়ে নামছেন ধোনি




এবার উঠতি ক্রিকেটারদের অনলাইন প্রশিক্ষণ দিতে নামছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এমনই খবর মিলেছে ধোনির ঘনিষ্ঠ সূত্রে। ৬ থেকে ৮ বছরের বাচ্চা থেকে শুরু করে সিনিয়র স্তর পর্যন্ত ক্রিকেটারদের কোচিং করাবেন তিনি। প্রভাত খবর জানাচ্ছে, আর্কা স্পোর্টসের সহযোগিতায় শুরু হচ্ছে এই অনলাইন কোচিং। উদ্বোধন হবে ২ জুলাই। উদ্বোধক ধোনি নিজেই। এই কোচিং নিয়ে আগ্রহ চরমে। এখন ধোনিরা চাইছেন গোটা ক্রিকেট বিশ্বে এই অনলাইন কোচিং চালু করার। তার জন্য নিয়োগ করা হয়েছে ২০০ কোচকে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন খেলোয়াড় ডেরিল কালিননকে এই প্রকল্পের নির্দেশক নিযুক্ত করা হয়েছে। ধোনি সরাসরি যুক্ত না হয়েও তাঁর আকাদেমির মাধ্যমে এর আগেই ফেসবুকে কোচিং চালু করেছেন। সেই প্রকল্পে যুক্ত প্রাক্তন কোচ সত্রাজিৎ লাহিড়ি জানিয়েছেন, তাঁদের ফেসবুক পোস্টের প্রায় ১০ হাজার ফলোয়ার। ইতিমধ্যেই প্রাক্তন ক্রিকেটারের গ্যারি কার্স্টেন শুরু করেছেন অনলাইন কোচিং। বিনামূল্যে অনলাইন কোচিং করাচ্ছে রাজস্থান রয়্যালসও। নিজেদের আকাদেমির মাধ্যমে অনলাইনে প্রশিক্ষণ দিচ্ছে রবিচন্দ্রন অশ্বিনও। তিনি নিজেই লাইভ প্রশিক্ষণ দিচ্ছেন। অনলাইন ক্রিকেট কোচিংয়ে নেমেছে লুদিমোস, জুম ও গুগল ক্লাসরুমও।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم