খালি স্টেডিয়ামে বলে খেলা দেখছে ওসামা বিন লাদেন! স্টেডিয়ামে দর্শক নেই। ঢোকার সুযোগ নেই, তাই গ্যালারিতে দর্শকের কাট আউট দিয়ে ভরাচ্ছে বেশ কিছু ক্লাব। লিডস ইউনাইটেডের গ্যালারিতে ওসামা বিন লাদেনকে খুঁজে পাওয়া গেল। অবশ্যই লাদেনের কাটআউট। ২০১১ সালে পাকিস্তানে মার্কিন সেনার হাতে নিহত হয়েছে আল কায়েদার প্রতিষ্ঠাতা লাদেন। বহুদিন তাঁকে নিয়ে আর আলোচনা না হলেও করোনার এই লকডাউনে হঠাৎ ইংলিশ ফুটবলে ফিরে এসেছে এই সৌদি জঙ্গি। খালি গ্যালারিতে ২৫ পাউন্ডের বিনিময়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লিডস কিছু বেশি টাকা খরচ করে ভক্তদের নিজেদের কাট আউট গ্যালারিতে রাখার ব্যবস্থা করছেন ফুটবল প্রেমিকরা। সমর্থকদের ছবি ছাপিয়ে এনে বসিয়ে দেওয়া হয়েছিল গ্যালারির আসনগুলোতে। সেখানেই আবিষ্কার হয়েছে লাদেনের কাটআউট। কেউ মজা করে লাদেনের ছবি পাঠিয়ে দিয়েছিল। আর ক্লাবও প্রিন্ট করে কাট আউট বানিয়ে গ্যালারিতে বসিয়ে দেয়। একবারও খেয়াল করে দেখেনি কার ছবি বসানো হচ্ছে। ভবিষ্যতে এসব আটকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এক ক্লাবের তরফে জানানো হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback