প্রতিবাদ দিয়েই শুরু হল ইপিএলও




লকডাউনের পর শুরু হয়ে গিয়েছে জার্মানির বুন্দেশলিগা। স্পেনের লা লিগাও। ইতালিয়ান কাপ দিয়ে ফুটবল ফিরেছে সেদেশে। ইউরোপের প্রথম সারির লিগের মধ্যে আটকে ছিল প্রিমিয়ার লিগের যাত্রা। অবশেষে ইপিএলও শুরু হয়ে গেল বুধবার। তবে শুরুতেই ছিল প্রতিবাদ। ফুটবলারদের সঙ্গে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সমবেত লড়াইয়ে সামিল ছিলেন রেফারিও। জার্সিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লেখা স্লোগান ছাড়াও মাঠে হাঁটু গেড়ে বসে বার্তা দিতে দেখা গেল ফুটবলার ও ম্যাচ কর্তাদের। গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি ঘরের মাঠে দাপুটে জয় দিয়ে ফের শুরু করল লিগ অভিযান। তারা ৩-০ গোলে হারিয়ে দেয় আর্সেনালকে। ম্যান সিটির হয়ে প্রথমার্ধে গোল করেন রহিম স্টার্লিং। দ্বিতীয়ার্ধের শুরুতে লুইজের ভুলের সুযোগ নিয়ে পেনাল্টি থেকে গোল করেন কেভিন ডি’ব্রুইন। ম্যাচের একেবারের শেষ মুহূর্তে ইনজুরি টাইমে সিটির হয়ে তৃতীয় গোল করেন তরুণ ফডেন। এই জয়ের সুবাদে ২৯ ম্যাচে সিটির পয়েন্ট দাঁড়ায় ৬০। তারা দ্বিতীয় স্থানে রয়েছে। সমসংখ্যক ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিভারপুল রয়েছে লিগ শীর্ষে। প্রিমিয়ার লিগের অপর ম্যাচে অ্যাস্টন ভিয়া গোলশূন্য ড্র করে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post