চালু হল মুম্বইয়ের লোকাল ট্রেন, তবে সকলেই চড়তে পারবেন না!



সীমিতভাবে চালু হল মুম্বইয়ের লোকাল ট্রেন। মুম্বই শহরতলির নাল্লাসোপারা স্টেশন থেকে সোমবার সকালে রওনা হয় একটি ট্রেন। প্রায় তিনমাস পর চালু হল মুম্বাইয়ের লাইফলাইন বলে পরিচিত লোকাল ট্রেন। ওয়েস্টার্ন ও সেন্ট্রাল রেলের সঙ্গে যৌথ উদ্যোগে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরশন বা বিএমসি। এই লোকাল ট্রেনগুলিতে কেবলমাত্র জরুরি কাজে নিযুক্ত কর্মীদের নেওয়া হবে। মূলত প্রথম সারির করোনা যোদ্ধারাই এই ট্রেনগুলিতে যাতায়াত করতে পারবেন। 
 
পশ্চিম রেলকর্তৃপক্ষের তরফ থেকে টুইট করে তাই স্টেশনে ভিড় জমানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারা কারা চড়তে পারবেন এই লোকাল ট্রেনগুলিতে সেটাও ওই নির্দেশিকায় জানানো হয়েছে। সাধারণত একটি লোকাল ট্রেন যেতে পারেন ১২০০ যাত্রী। কিন্তু এখন লোকাল ট্রেনে নেওয়া হবে ৭০০ যাত্রী। এর ফলে মুম্বাইয়ে অত্যাবশ্যক পরিষেবার জড়িত ১ লাখ ২৫ হাজার রাজ্য সরকারি কর্মী উপকৃত হবেন। কেবলমাত্র পরিচয়পত্র দেখেই স্টেশনে ঢুকতে দেওয়া হবে যাত্রীদের। পশ্চিম রেল আপাতত ৭৩ জোড়া ট্রেন চালাবে। তার মধ্যে ৮টি ভিরার ও দাহানু রোড স্টেশনর মধ্যে যাতয়াত করবে। প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে ১৫ মিনিট অন্তর চলবে ট্রেন।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post