ভারতের ভূখণ্ড জুড়েই পাশ নেপালের নয়া মানচিত্র




নেপালের নতুন ম্যাপ পাশ হয়ে গেল সেদেশের সংসদের দুই কক্ষেই। বুধবার এই মর্মে সংবিধান সংশোধনী বিল অনুমোদিত হওয়ার পর নেপালের নতুন মানচিত্র সর্বসম্মতভাবে গৃহীত হল। এই নতুন রাজনৈতিক ও প্রশাসনিক ম্যাপে ভারতের ভূখণ্ড নেপালের অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারত নেপালের এই কাজকে দ্রহণযোগ্য নয় বলে অভিহিত করেছে। নেপাল কৃত্রিমভাবে তাদের জমি বাড়াতে চাইছে বলেও অভিযোগ ভারতের। নেপালি সংসদের উচ্চকক্ষে বিল পাশ হওয়ার পর এখন ভারতের কালাপানি, লেপুলেখ, লিম্পিয়াধুরা মানচিত্রে ঢুকে গেল। এখন রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই তা চূড়ান্ত হয়ে যাবে। উচ্চকক্ষে উপস্থিত ৫৭ জনের সকলেই বিলটিকে সমর্থন করেছেন। গত ৮ জুন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিপুলেখ পাস এবং উত্তরাখণ্ডের ধারাচুলার মধ্যে সংযোগকারী রাস্তা নির্মাণের সূচনা করার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। নেপাল তাতে আপত্তি জানায়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post