এবার নেপাল। ভারতের তিনটি এলাকাকে নিজেদের ম্যাপে ঢোকানোর পর এবার বিহারের পূর্ব চম্পারনের মোতিহারির কিছু এলাকাকে নিজেদের বলে দাবি করছে। তারা লালবাকৈয়া নদীর পাড়ে বাঁধ নির্মাণে বাধা দিয়েছে। এর আগেও ওই এলাকায় নিয়মিত বাঁধ নির্মাণ ও মেরামতির কাজ করেছে ভারত। এবারও বর্ষার আগে সেই কাজে হাত দেওয়া হয়েছিল। নেপালের বাধায় আড়াই কিলোমিটারের মধ্যে ৫০০ মিটারে কাজ করা যায়নি। এই এলাকা নিয়ে দুই দেশের মধ্যে কথাও হয়েছে। ১২ মে সীতামারির এক যুবককে গুলি করে হত্যা করে নেপালের সশস্ত্র পুলিশ। বিহারের সেচ প্রতিমন্ত্রী সঞ্জয় ঝা জানিয়েছেন, দুই দেশের মধ্যে বিবাদ মেটাতে কথা চলছে। গণ্ডকের বাঁধ মেরামত না হলে বিহারের বিস্তীর্ণ এলাকা বন্যায় ভাসবে। ওই বাঁদের ৩৬টি গেট রয়েছে। তার ১৮টি নেপালে। তারা সেইসব এলাকায় বেড়া লাগিয়েছে।
Post a Comment
Thank You for your important feedback