নেদারল্যান্ডসে হামলা হল মহাত্মা গান্ধির মূর্তির ওপর। আমস্টারডামে ওই মূর্তিটিতে স্প্রে রং দিয়ে লেখা হয়েছে। আমেরিকায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার পর থেকেই দুনিয়াজোড়া যে বিক্ষোভ চলছে, তার জেরেই হামলার শিকার হচ্ছে বিভিন্ন ব্যক্তির মূর্তি। কোথাও মূর্তি ভেঙে নদীতে ফেলে দেওয়া হচ্ছে, কোথাও বদলে দেওয়া হচ্ছে রাস্তার নাম। গান্ধির মূর্তিটি লাল রং দিয়ে ঢেকে দেওয়া হয়। বেদিতে লেখা হয়, ‘বর্ণবিদ্বেষবাদী’। লেখা ছিল পুলিশের বিরুদ্ধে কিছু গালিগালাজও। ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রশাসনও। মূর্তিটি তারা পরিষ্কার করবে। কারা এই হামলার পিছনে তা জানা যায়নি। ১৯৯০ সালে এই মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে সম্প্রতি আমস্টারডামের বিভিন্ন ভবনের গায়ে নানারকম লেখা হয়েছে।
নেদারল্যান্ডসে হামলা হল মহাত্মা গান্ধির মূর্তির ওপর। আমস্টারডামে ওই মূর্তিটিতে স্প্রে রং দিয়ে লেখা হয়েছে। আমেরিকায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার পর থেকেই দুনিয়াজোড়া যে বিক্ষোভ চলছে, তার জেরেই হামলার শিকার হচ্ছে বিভিন্ন ব্যক্তির মূর্তি। কোথাও মূর্তি ভেঙে নদীতে ফেলে দেওয়া হচ্ছে, কোথাও বদলে দেওয়া হচ্ছে রাস্তার নাম। গান্ধির মূর্তিটি লাল রং দিয়ে ঢেকে দেওয়া হয়। বেদিতে লেখা হয়, ‘বর্ণবিদ্বেষবাদী’। লেখা ছিল পুলিশের বিরুদ্ধে কিছু গালিগালাজও। ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রশাসনও। মূর্তিটি তারা পরিষ্কার করবে। কারা এই হামলার পিছনে তা জানা যায়নি। ১৯৯০ সালে এই মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে সম্প্রতি আমস্টারডামের বিভিন্ন ভবনের গায়ে নানারকম লেখা হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback