আলকায়দা প্রধান ওসামা বিন লাদেনকে “শহিদ” বলে নিজের দেশে বিরোধীদের প্রবল সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্ররধানমন্ত্রী ইমরান খান।পাকিস্তানের জাতীয় সংসদে ইমরান বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকার অভিযানে যোগ দিয়ে পাকিস্তানকে লজ্জিত হতে হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে এর আগেও একবার ইমরান এই ইস্যুতে সরব হয়েছিলেন। ওসামাকে যেভাবে পাকিস্তানের অ্যাবোটাবাদে ঢুকে ২০১১ সালে পাক সরকারকে কিছু না জানিয়ে হত্যা করেছিল, তার সমালোচনা করেছিলেন তিনি। সেইসময় প্রধানমন্ত্রী ছিলেন ইউসুফ রাজা গিলানি। লাদেনকে “শহিদ” বলায় তাঁর নিজের ও তাঁর দেশের ভাবমূর্তির আরও ক্ষতি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সংসদের বাজেট অধিবেশনে ইমরান বলেছেন, মার্কিন সেনা পাকিস্তানে ঢুকে ওসামাকে মেরেছে, “ওসামা কো শহিদ কর দিয়া।” সন্ত্রাসবিরোধী অভিযানে যোগ দিয়ে পাকিস্তানের মতো কোনও দেশকে এত লাঞ্ছিত হতে হয়নি। দেশের ভিতরে ঢুকে কাউকে না জানিয়ে তারা মেরেছে। অথচ মার্কিন অভিযানে প্রাণ দিয়েছেন ৭০ হাজার পাকিস্তানি।পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের খাজা আসিফ বলেছেন, সন্ত্রাসী লাদেনকে ইমরান শহিদ বলছেন। লাদেন হাজার হাজার নিরপরাধ লোককে খুন করেছে। পিপিপি-র বিলাওয়াল ভুট্টো জারদারির অভিযোগ, সন্ত্রাসীদের তুষ্ট করার ইতিহাস রয়েছে ইমরানের। তাঁর আমলেই জঙ্গিরা পালিয়ে গিয়েছে, নয়তো রেহাই পেয়েছে নির্বিবাদেই।
আলকায়দা প্রধান ওসামা বিন লাদেনকে “শহিদ” বলে নিজের দেশে বিরোধীদের প্রবল সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্ররধানমন্ত্রী ইমরান খান।পাকিস্তানের জাতীয় সংসদে ইমরান বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকার অভিযানে যোগ দিয়ে পাকিস্তানকে লজ্জিত হতে হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে এর আগেও একবার ইমরান এই ইস্যুতে সরব হয়েছিলেন। ওসামাকে যেভাবে পাকিস্তানের অ্যাবোটাবাদে ঢুকে ২০১১ সালে পাক সরকারকে কিছু না জানিয়ে হত্যা করেছিল, তার সমালোচনা করেছিলেন তিনি। সেইসময় প্রধানমন্ত্রী ছিলেন ইউসুফ রাজা গিলানি। লাদেনকে “শহিদ” বলায় তাঁর নিজের ও তাঁর দেশের ভাবমূর্তির আরও ক্ষতি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সংসদের বাজেট অধিবেশনে ইমরান বলেছেন, মার্কিন সেনা পাকিস্তানে ঢুকে ওসামাকে মেরেছে, “ওসামা কো শহিদ কর দিয়া।” সন্ত্রাসবিরোধী অভিযানে যোগ দিয়ে পাকিস্তানের মতো কোনও দেশকে এত লাঞ্ছিত হতে হয়নি। দেশের ভিতরে ঢুকে কাউকে না জানিয়ে তারা মেরেছে। অথচ মার্কিন অভিযানে প্রাণ দিয়েছেন ৭০ হাজার পাকিস্তানি।পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের খাজা আসিফ বলেছেন, সন্ত্রাসী লাদেনকে ইমরান শহিদ বলছেন। লাদেন হাজার হাজার নিরপরাধ লোককে খুন করেছে। পিপিপি-র বিলাওয়াল ভুট্টো জারদারির অভিযোগ, সন্ত্রাসীদের তুষ্ট করার ইতিহাস রয়েছে ইমরানের। তাঁর আমলেই জঙ্গিরা পালিয়ে গিয়েছে, নয়তো রেহাই পেয়েছে নির্বিবাদেই।
إرسال تعليق
Thank You for your important feedback