বিশ্ববাজারে দাম কমলেও দেশে রেকর্ড বৃদ্ধি জ্বালানি তেলের



ভারতে ৯ দিনে একটানা ৯ বার জ্বালানি তেলের দাম বাড়াল। বিশ্ববাজারে অশোধিত তেলের দাম সোমবার কমলেও একবছরের মধ্যে সবথেকে বেশি পেট্রোল, ডিজেলের দাম হল ভারতে। বিগত ৯ দিনে পেট্রোলের দাম বেড়েছে লিটারপিছু ৫ টাকা, ডিজেলের ৪ টাকা ৮৭ পয়সা। ফলে লকডাউনের মধ্যেই মাথায় হাত সাধারণ মানুষের। বিশ্বে অশোধিত তেলের দাম সর্বোচ্চ হয়েছিল ২০১৮ সালের অক্টোবর-নভেম্বরে। তখন ভারতে এই দর ছিল জ্বালানি তেলের। গত মাসে কেন্দ্র পেট্রোলের ওপর লিটারে ১০ টাকা এবং ডিজেলের ওপর লিটারে ১৩ টাকা উৎপাদন শুল্ক বসানোয় এই দামবৃদ্ধি হয়েছে। সোমবার পেট্রোলের দাম বাড়ল ৪৮ পয়সা, ডিজেলের দাম ৫৯ পয়সা। পেট্রোল লিটারে ৭৫ টাকা ৭৮ পয়সা থেকে বেড়ে সোমবার হয়েছে ৭৬ টাকা ২৬ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ৭৪ টাকা ৩ পয়সা থেকে ৭৪ টাকা ৬২ পয়সা। বিভিন্ন রাজ্যে শুল্ক ও ভ্যাটের হারে তারতম্যের জন্য আলাদা আলাদা দাম হয়ে থাকে। ৮২ দিন দামবৃদ্ধি স্থগিত রাখার পর গত ৭ জুন থেকে টানা ৯ দিন বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post