‘কত বেড খালি জানাতে হবে বেসরকারি হাসপাতালকে’



বৃহস্পতিবার সন্ধে থেকে কোভিড হাসপাতালে কত বেড আছে আর কত ফাঁকা, তা রাজ্য সরকার তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে। সারা পশ্চিমবঙ্গে কোভিড বেড আছে প্রায় ১০,০০০টি। বেসরকারি হাসপাতালেও কত বেড ফাঁকা আছে তা ডিসপ্লে বোর্ডে দেখাতে হবে। এদিন বেসরকারি হাসপাতাল গুলির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর মুখ্যসচিব রাজীব সিনহা বলেন, প্রাইভেট সেক্টরের সঙ্গে আলাদা করে বৈঠক করতে হল কারণ আলাদা করে সাধারণ মানুষ কিছু সমস্যার কথা জানাচ্ছেন। তাদের বলা হয়েছে, বেসরকারি সমস্ত রকম খরচ রোগীর ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে না। কোনও বেসরকারি হাসপাতালে কোভিড রোগী ফেরানো হবে না, এটা সরকারকে তাঁরা জানিয়েছেন। সংক্রামক রোগ নিয়ে যদি কোনও রোগী আসেন তাঁকেও কোনওভাবে ফিরিয়ে দেওয়া যাবে না। এটা ২০১৫ হেলথ এস্টাবলিস্টমেন্ট অ্যাক্টে রয়েছে। তবে সরকার কথায় কথায় অ্যাক্ট চাপিয়ে দিতে চায় না। বেসরকারি হাসপাতালের সবাই বলেছেন, তাঁরা রোগী ফেরাবেন না। যাঁরা বড় বেসরকারি হাসপাতাল চালান তাঁদের বলা হয়েছে, রোগী যেন এমন না মনে করেন যে আমি অন্য রোগের চিকিৎসার জন্য যাব আর করোনা হয়ে যাবে। সেটা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ২৪ ঘন্টার মধ্যে কোভিড রিপোর্ট পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে বেসরকারি হাসপাতালগুলি। কলকাতায় করোনা বাড়ার কারণ হিসাবে মুখ্যসচিব জানান, পরিযায়ী ট্রেন, আমপান ও প্লেনের কারণেই তা হচ্ছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post