সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালকে শুধুই কোভিড হাসপাতালে পরিনত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এরপর থেকেই প্রতিবাদ বিক্ষোভ করছেন এই মেডিকেল কলেজের পড়ুয়া থেকে গ্রুপ-ডি কর্মীরা। এবার প্রতিবাদে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুরে বি টি রোডে অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। প্রচুর মানুষ এদিন সকাল থেকেই জমায়েত করতে শুরু করেন সাগর দত্ত মেডিকেল কলেজের সামনে। ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশবাহিনীও।
দিনের ব্যস্ত সময়ে অবরোধে অবরুদ্ধ হয়ে পড়ে বিটি রোড। জোর করে হাসপাতালে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিও হয় স্থানীয় বাসিন্দাদের। এমনকি সাগরদত্ত হাসপাতালের গেটের সামনে তৃণমূলের দলীয় অফিসে ইটবৃষ্টিও করেছে উত্তেজিত জনতা। স্থানীয়দের দাবি, কোভিড চিকিৎসার পাশাপাশি অন্যান্য চিকিৎসাও করতে হবে। সাধারণ মানুষের চিকিৎসা বন্ধ রেখে শুধু কোভিড চিকিৎসা করা যাবে না সাগর দত্ত মেডিকেল কলেজে। এলাকাবাসীদের আরও দাবি, চলতি মাসের ৯ তারিখ তাঁরা সাগর দত্ত হাসপাতালের সুপারকে এই বিষয়ে একটি ডেপুটেশন জমা করেছিল। কিন্তু তার পরও এখানে কোভিড হাসপাতাল চালু করার তোড়জোড় চলছিল। পানিহাটিতে খুবই ঘিঞ্জি এলাকায় এই হাসপাতাল। তাই কোনওভাবে করোনা ছড়িয়ে পড়লে এলাকাবাসীই বিপদে পড়বেন বলেই দাবি অবরোধকারীদের। এদিন হাসপাতালের সামনেই বিটি রোড অবরোধ শুরু হয়। পুলিশ অবরোধ তোলার চেষ্টা করতেই উত্তেজনা আরও ছড়ায়। এরপর ঘটনাস্থলে র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরে স্থানীয় বাসিন্দাদের এক প্রতিনিধি দল ফের ডেপুটেশন দিয়েছে হাসপাতালের সুপারকে।
Post a Comment
Thank You for your important feedback