এবছর পুরীর রথযাত্রা স্থগিত করে দিল সুপ্রিমকোর্ট। আগামী ২৩ জুন রথযাত্রা। করোনা মহামারির জন্যই এই আদেশ শীর্ষ আদালতের। তাদের বক্তব্য, গণস্বাস্থ্য ও সাধারণ মানুষের নিরাপত্তা বিবেচনা করে রথযাত্রায় অনুমতি দেওয়া যায় না। প্রধান বিচারপতি এস এ বোবদের মন্তব্য, এই বছর রথ বেরোলে প্রভু জগন্নাথ আমাদের ক্ষমা করতেন না। এই অবস্থায় বিশাল ভিড় জমায়েত হতে দেওয়া যায় না। সুপ্রিম কোর্টের নির্দেশ, রথযাত্রা সংক্রান্ত সব কাজকর্মই বন্ধ থাকবে। আদালত স্বাস্থ্যবিধির উল্লেখ করে বলেছে, সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে। কেননা, তা না হলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে। জমায়েতে এর ছড়িয়ে পড়া অনেক গুণ বেড়ে যাবে। ওডিশা বিকাশ পরিষদের দায়ের করা মামলায় বলা হয়েছিল, পুরীর এই রথযাত্রা কম করেও ১০ লাখ লোক জড়ো হন। এই ধর্মীয় অনুষ্ঠান চলে ১০-১২ দিন ধরে। এই অবস্থায় রথ বেরোলে লাখ লাখ ভক্ত আক্রান্ত হবেন। ১০ জুনের আগে ওডিশা সরকারও ধর্মীয় স্থান খোলার অনুমতি দেয়নি। রথ বেরোলে চা সরকারি নির্দেশ লঙ্ঘনের সামিল হবে। বিচারপতি বোবদে বলেন, এটা অত্যন্ত গুরুতর বিষয়। ১০ হাজার লোক এলেও তা হবে মারাত্মক।
এবছর পুরীর রথযাত্রা স্থগিত করে দিল সুপ্রিমকোর্ট। আগামী ২৩ জুন রথযাত্রা। করোনা মহামারির জন্যই এই আদেশ শীর্ষ আদালতের। তাদের বক্তব্য, গণস্বাস্থ্য ও সাধারণ মানুষের নিরাপত্তা বিবেচনা করে রথযাত্রায় অনুমতি দেওয়া যায় না। প্রধান বিচারপতি এস এ বোবদের মন্তব্য, এই বছর রথ বেরোলে প্রভু জগন্নাথ আমাদের ক্ষমা করতেন না। এই অবস্থায় বিশাল ভিড় জমায়েত হতে দেওয়া যায় না। সুপ্রিম কোর্টের নির্দেশ, রথযাত্রা সংক্রান্ত সব কাজকর্মই বন্ধ থাকবে। আদালত স্বাস্থ্যবিধির উল্লেখ করে বলেছে, সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে। কেননা, তা না হলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে। জমায়েতে এর ছড়িয়ে পড়া অনেক গুণ বেড়ে যাবে। ওডিশা বিকাশ পরিষদের দায়ের করা মামলায় বলা হয়েছিল, পুরীর এই রথযাত্রা কম করেও ১০ লাখ লোক জড়ো হন। এই ধর্মীয় অনুষ্ঠান চলে ১০-১২ দিন ধরে। এই অবস্থায় রথ বেরোলে লাখ লাখ ভক্ত আক্রান্ত হবেন। ১০ জুনের আগে ওডিশা সরকারও ধর্মীয় স্থান খোলার অনুমতি দেয়নি। রথ বেরোলে চা সরকারি নির্দেশ লঙ্ঘনের সামিল হবে। বিচারপতি বোবদে বলেন, এটা অত্যন্ত গুরুতর বিষয়। ১০ হাজার লোক এলেও তা হবে মারাত্মক।
Post a Comment
Thank You for your important feedback