স্প্যানিশ লা-লিগায় আগের ম্যাচেই সেভিয়ার সঙ্গে ড্র করেছিল লিও মেসির বার্সেলোনা। ফলে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়েল মাদ্রিদের কাছে সুযোগ ছিল বার্সাকে ধরে ফেলা। মেসিরা ড্র করায় ব্যবধান দাঁড়িয়েছিল তিন পয়েন্টের। এই সুযোগটাই দারুণভাবে কাজে লাগালো জিনেদিন জিদানের রিয়েল মাদ্রিদ। ঘরের মাঠে রিয়েল সোসিয়েদাদকে হারিয়ে বার্সেলোনাকে ধরে ফেলল রিয়েল। ২-১ গোলে জয় পায় রিয়েল। ফলে দুই ক্লাবেরই পয়েন্ট সমান। ৩০ ম্যাচ শেষে দুই ক্লাবের পয়েন্ট ৬৫। গোল পার্থক্যেও এগিয়ে বার্সেলোনা। গোল পার্থক্য বার্সার পক্ষে ৩৮ ও রিয়েলের ৩৬। তবে মুখোমুখই লড়াইয়ে বার্সার বিরুদ্ধে জিতে থাকায় পয়েন্ট টেবিলে এক নম্বরে চলে এল জিদানের রিয়েল মাদ্রিদ।
করোনা ভাইরাসের সংক্রমণের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল স্পেনের প্রথম শ্রেণীর ফুটবল লিগ লা-লিগা। ফাঁকা মাঠেই শুরু হয়েছে খেলা। চলতি লিগে মুখোমুখি লড়াইয়ে মেসি-সুয়োরেজের বার্সেলোনা জিনেদিন জিদানের প্রশিক্ষণাধীন রিয়েল মাদ্রিদের কাছে ৪-১ পয়েন্টে পিছিয়ে পড়ায় লিগ টেবিলে শীর্ষে উঠে এল। রবিবার সোসিয়েদাদকে রিয়েল হারাল ২-১ গোলে। গোল করলেন সের্গেই র্যামোস ও করিম বেঞ্জিমা। ম্যাচের ৮৩ মিনিটে রবার্তো লোপেজের পাস থেকে গোল করেন সোসিয়েদাদের মিকেল মেরিনো। এখন দেখার লা-লিগার লড়াইয়ে কে বাজিমাৎ করে শেষ পর্যন্ত।
করোনা ভাইরাসের সংক্রমণের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল স্পেনের প্রথম শ্রেণীর ফুটবল লিগ লা-লিগা। ফাঁকা মাঠেই শুরু হয়েছে খেলা। চলতি লিগে মুখোমুখি লড়াইয়ে মেসি-সুয়োরেজের বার্সেলোনা জিনেদিন জিদানের প্রশিক্ষণাধীন রিয়েল মাদ্রিদের কাছে ৪-১ পয়েন্টে পিছিয়ে পড়ায় লিগ টেবিলে শীর্ষে উঠে এল। রবিবার সোসিয়েদাদকে রিয়েল হারাল ২-১ গোলে। গোল করলেন সের্গেই র্যামোস ও করিম বেঞ্জিমা। ম্যাচের ৮৩ মিনিটে রবার্তো লোপেজের পাস থেকে গোল করেন সোসিয়েদাদের মিকেল মেরিনো। এখন দেখার লা-লিগার লড়াইয়ে কে বাজিমাৎ করে শেষ পর্যন্ত।
Post a Comment
Thank You for your important feedback