এবার করোনা ভাইরাস থাবা বসালো শিলিগুড়ি পুর নিগমের মুখ্য প্রশাসক তথা বিধায়কের শরীরে। এই বাম বিধায়ক কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। প্রথমে জানা গিয়েছিল তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। কারণ তাঁর প্রথম কোভিড টেস্ট নেগেটিভ আসে। এরপর তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হলে ফের হয় পরীক্ষা। বুধবার সকালেই সেই রিপোর্ট পাওয়া যায়। দেখা যায় দীর্ঘদিনের এই বাম বিধায়ক করোনা পজিটিভ। তাঁকে মাটিগাড়ার কাছে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিলিগুড়ি পুরনিগমে নির্বাচন পিছিয়ে যাওয়ার পর তাঁকেই মুখ্য প্রশাসক পদে মনোনীত করে রাজ্য সরকার। তিনিই একমাত্র বাম বিধায়ক তথা প্রাক্তন মেয়র যাঁকে মুখ্য প্রশাসকের দায়িত্ব দিয়েছে তৃণমূল সরকার।
এবার করোনা ভাইরাস থাবা বসালো শিলিগুড়ি পুর নিগমের মুখ্য প্রশাসক তথা বিধায়কের শরীরে। এই বাম বিধায়ক কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। প্রথমে জানা গিয়েছিল তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। কারণ তাঁর প্রথম কোভিড টেস্ট নেগেটিভ আসে। এরপর তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হলে ফের হয় পরীক্ষা। বুধবার সকালেই সেই রিপোর্ট পাওয়া যায়। দেখা যায় দীর্ঘদিনের এই বাম বিধায়ক করোনা পজিটিভ। তাঁকে মাটিগাড়ার কাছে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিলিগুড়ি পুরনিগমে নির্বাচন পিছিয়ে যাওয়ার পর তাঁকেই মুখ্য প্রশাসক পদে মনোনীত করে রাজ্য সরকার। তিনিই একমাত্র বাম বিধায়ক তথা প্রাক্তন মেয়র যাঁকে মুখ্য প্রশাসকের দায়িত্ব দিয়েছে তৃণমূল সরকার।
Post a Comment
Thank You for your important feedback