পূর্ব লাদাখে সীমান্ত সংঘর্ষ নিয়ে ভারত ও চিনের তৃতীয় বৈঠক শুরু হল মঙ্গলবার।এই বৈঠক চলছে দক্ষিণ পূর্ব লাদাকের চুশুলে। এটি লেফটেনান্যান্ট জেনারেল পর্যায়ের। ১৫ জুন গালওয়ান উপত্যকায় চিনা আগ্রাসনে শহিদ হয়েছিলেন ২০ জন জওয়ান। ইতিমধ্যেই দুই দেশই সীমান্তে সেনা সমাবেশ বাড়িয়েছে। এর আগের দুটি বৈঠক হয়েছিল চিনের ভূখণ্ডে মলদোয়। আগের বৈঠক হয়েছে কোর কম্যান্ডার পর্যায়ের। ভারতের তরফে এদিনের বৈঠকে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। চিনের তরফে মেজর লিউ লিন। তাঁরা দুজন ২২ জুন মলদোয় বৈঠকে বসেছিলেন। ভারেত এই বৈঠকে একাধিক জায়গা থেকে চিনা সেনাদের সরানোর দাবি জানাবে।
পূর্ব লাদাখে সীমান্ত সংঘর্ষ নিয়ে ভারত ও চিনের তৃতীয় বৈঠক শুরু হল মঙ্গলবার।এই বৈঠক চলছে দক্ষিণ পূর্ব লাদাকের চুশুলে। এটি লেফটেনান্যান্ট জেনারেল পর্যায়ের। ১৫ জুন গালওয়ান উপত্যকায় চিনা আগ্রাসনে শহিদ হয়েছিলেন ২০ জন জওয়ান। ইতিমধ্যেই দুই দেশই সীমান্তে সেনা সমাবেশ বাড়িয়েছে। এর আগের দুটি বৈঠক হয়েছিল চিনের ভূখণ্ডে মলদোয়। আগের বৈঠক হয়েছে কোর কম্যান্ডার পর্যায়ের। ভারতের তরফে এদিনের বৈঠকে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। চিনের তরফে মেজর লিউ লিন। তাঁরা দুজন ২২ জুন মলদোয় বৈঠকে বসেছিলেন। ভারেত এই বৈঠকে একাধিক জায়গা থেকে চিনা সেনাদের সরানোর দাবি জানাবে।
Post a Comment
Thank You for your important feedback