জল্পনার অবসান। আগামী ১২ আগস্ট পর্যন্ত সমস্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা বাতিল করে দিল রেল। তবে যে স্পেশাল ট্রেনগুলি চলাচল করছে সেগুলি চলবে যথারীতি। বৃহস্পতিবারই এক নির্দেশিকা জারি করে রেলমন্ত্রক এই তথ্য জানিয়ে দিল। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, ‘পূর্ব নির্ধারিত টাইম টেবিল অনুযায়ী সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন, প্যাসেঞ্জার ও সাবার্বান পরিষেবা আগামী ১২ আগস্ট পর্যন্ত বাতিল করা হচ্ছে’। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, ১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত যারা দূরপাল্লার ট্রেনে টিকিট কেটেছিলেন তাঁদের সমস্ত টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, আনলক-ওয়ানে যে ২১৫টি স্পেশাল মেল এক্সপ্রেস ও ১৫টি রাজধানী স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল সেগুলি চলবে শুধু। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে বন্ধ রাখা হয়েছিল যাবতীয় যাত্রীবাহী ট্রেন পরিষেবা। ভারতীয় রেলের ইতিহাসে এই প্রথম এতদিন বন্ধ থাকছে ভারতের লাইফলাইন। যদিও আনলক-ওয়ানে খুলে দেওয়া হয়েছে যাবতীয় সরকারি বেসরকারি অফিস। ফলে নিত্যযাত্রীদের দাবি ছিল লোকাল ট্রেন চালু করে দেওয়া হোক। কিন্তু সামাজিক দূরত্ববিধি মেনে লোকাল ট্রেন চালানো একেবারেই সম্ভব নয়, এই যুক্তিতে রেলমন্ত্রক আর ঝুঁকি নিতে নারাজ। তবে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা নিয়ে রেল রাজ্য সরকারগুলির ওপরেই সিদ্ধান্ত নেওয়ার দায় ঝেড়েছে। সেই অনুযায়ী মহারাষ্ট্র সরকারের অনুরোধে শুধু অফিস টাইমে মুম্বাইয়ের কিছু লোকাল ট্রেন চালাচ্ছে রেলমন্ত্রক।
Post a Comment
Thank You for your important feedback