অ্যাপ বন্ধে ‘গভীর উদ্বিগ্ন’ চিন



ভারতে ৫৯টি চিনা অ্যাপ বন্ধের নির্দেশে গভীর উদ্বিগ্ন চিন। সোমবরা ভারতে টিকটক, উইচ্যাট সহ ওই চিনা অ্যাপ বন্ধ করার নির্দেশ জানিয়ে নিরাপত্তার যুক্তিতে বিজ্ঞপ্তি জারি করেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক। মঙ্গলবার চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ান বলেছেন, চিন পুরো পরিস্থিতি খতিয়ে দেখছে। তাঁর কথায়, চিনা ব্যবসার অধিকার বজায় রাখা ভারতের দায়িত্ব। মঙ্গলবারই টকটক জানিয়েছে, তারা চিন সহ কোনও দেশের সরকারকেই কোনও তথ্য দেয় না, ভবিষ্যতেও দেবে না। তারা ভারত সরকারের সব আইনি নির্দেশই মেনে চলে। ইতিমধ্যেই গুগল প্লেস্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ক্লাব ফ্যাক্টরি, শেয়ারইট, লাইকি, মি ভিডিও কল, ওয়েইবো, বাইদু-র মতো চিনা অ্যাপ সরিয়ে দিতে হয়েছে। লাদাখে চিনা হামলার পর থেকেই ভারত তাদের অবস্থান কঠোর করেছে। শেয়ারচ্যাটের পক্ষে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। ভারতের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনও সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, ডিজিটাল আত্মনির্ভর হওয়ার এটাই সময়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post