অসমের কামরূপ জেলায় ২৮ জুন থেকে সম্পূর্ণ লকডাউন হবে। লকডাইন চলবে দুই সপ্তাহ। কামরূপের বাসিন্দাদের রবিবার বাজার সেরে ফেলার কথা জানানো হয়েছে। প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার লকডাউনের আওতায় আনা হবে রাজ্যের শহরগুলির পুরএলাকাকেও। রাজ্যে জারি থাকবে কড়া নৈশ কার্ফু। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, অসমে করোনাভাইরাস সংক্রমণ বাড়ার জন্যই এই সিদ্ধান্ত। কেবল ওষুধের দোকানই খোলা থাকবে। এপর্যন্ত অসমে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬,৩২১ জন, মারা গিয়েছেন ৯ জন। ১৫ জুন থেকে বেড়ে গিয়েছে সংক্রমণের হার। অবস্থা না ফিরলে গোটা গুয়াহাটিকেও লকডাউনের আওতায় হতে পারে বলে জানিয়েছে সরকার।
অসমের কামরূপ জেলায় ২৮ জুন থেকে সম্পূর্ণ লকডাউন হবে। লকডাইন চলবে দুই সপ্তাহ। কামরূপের বাসিন্দাদের রবিবার বাজার সেরে ফেলার কথা জানানো হয়েছে। প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার লকডাউনের আওতায় আনা হবে রাজ্যের শহরগুলির পুরএলাকাকেও। রাজ্যে জারি থাকবে কড়া নৈশ কার্ফু। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, অসমে করোনাভাইরাস সংক্রমণ বাড়ার জন্যই এই সিদ্ধান্ত। কেবল ওষুধের দোকানই খোলা থাকবে। এপর্যন্ত অসমে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬,৩২১ জন, মারা গিয়েছেন ৯ জন। ১৫ জুন থেকে বেড়ে গিয়েছে সংক্রমণের হার। অবস্থা না ফিরলে গোটা গুয়াহাটিকেও লকডাউনের আওতায় হতে পারে বলে জানিয়েছে সরকার।
Post a Comment
Thank You for your important feedback