গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত শনাক্ত হলেন ১৯,৪৫৯, মারা গেলেন ৩৮০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, ভারতে মোট আক্রান্ত এখন ৫,৪৮,৩১৮ জন। মৃত ১৬,৪৭৫ জন। সুস্থ হয়েছেন ৩,২১,৭২৩ জন। দেশে সুস্থতার হার ৫৮.৬৭ শতাংশ। এরইমধ্যে করোনা সংক্রমণ ঠেকাতে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে শুরু হচ্ছে বাড়ি বাড়ি সমীক্ষা। দিল্লি, গোয়া ও ওডিশায় ইতিমধ্যেই এই কাজ চলছে। অসম সরকার গুয়াহাটিতে ১৪ দিনের লকডাউন জারি করেছে। কেরলে আক্রান্ত বেড়ে হয়েছে ৪,১৮৯ষ নতুন সংক্রমিত ১১৮ জনের মধ্যে রয়েছেন দুজন ডাক্তার, তিনজন স্বাস্থ্যকর্মী। দিল্লিতে নতুন মাথাভ্যথা জেলগুলিতে সংক্রমণ ছড়ানো। মান্ডোলি জেলে আরও পাঁচজন বন্দি সংক্রমিত হয়েছে। দিল্লিতে নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২,৮৮৯ জন। মোট আক্রান্ত এখন ৮৩ হাজার ছাড়িয়েছে। মৃত মোট ২,৬২৩ জন। পাঞ্জাবে মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। নতুন সংক্রমিত ১৬১ জন। মোট মৃত দাঁড়াল ১৩৩ জন। মোট আক্রান্ত ৫,২১৬ জন। বিহারে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। নতুন সংক্রমিত ২৪৫ জন। মোট মৃত ৬২। মোট সংক্রমিত ৯,২২৪।
Post a Comment
Thank You for your important feedback