ভদোদরার আকাশে এবার আফ্রিকার ‘পবিত্র’ আইবিস পাখি!



বার গুজরাতের ভদোদরার আকাশে দেখা মিলল পবিত্র আইবিস পাখির। পাখি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর আগে কখনও ভারতে আইবিস পাখির দেখা মেলেনি। আফ্রিকানরা এই পাখিকে পবিত্র বলেই মনে করে। ভদোদরার আকাশে এই আইবিস পাখির ছবি তুলে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সোরং দালভি নামের এক ইঞ্জিনিয়ার। ভদোদরার সান ফার্মা রোডে তাঁর বাড়ি। পেশায় ইঞ্জিনিয়ার হলেও পশু পাখির ছবি তোলাই তাঁর নেশা। এই নেশার টানেই এবার নতুন এক আবিষ্কার করে ফেললেন তিনি। সোরং জানিয়েছেন, ভদোদরার একটি জঙ্গল থেকে তিনি ওই পাখির ছবিটি প্রথমে তুলেছিলেন। তবে প্রথম দেখায় এই পাখিটিকে তিনি চিনতে পারেননি। এরপর বন্ধুদের তিনি ছবিটি দেখান। এটি কোন পাখি সেটা জানতেই এমএস প্রাণিবিদ্যা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় সেই পাখির ছবি। সেখানকার পক্ষী বিশারদরাই নিশ্চিত করে ছবিটি আসলে আফ্রিকান আইবিস পাখির। ছবিটি সোশাল মিডিয়ায় প্রকাশ পেতেই হইচই শুরু হয়ে যায় পাখী প্রেমীদের মধ্যে। কারণ পক্ষী বিশারদদের মতে আরও কয়েকটি আইবিস নিশ্চই ভাদোদরার জঙ্গলে এসেছে। কারণ এরা দল বেঁধেই উড়ে বেড়ায়। তাঁদের আরও দাবি, বিশ্বজোড়া লকডাউনে দীর্ঘদিন ধরেই বন্ধ বানিজ্যিক উড়ান। ফলে আকাশে উপদ্রপ না থাকায় পাখিগুলি উড়ে ভারতে চলে এসেছে। উল্লেখ্য, আইবিস পাখির মূল বিচরণ ক্ষেত্র দক্ষিণ থেকে মধ্য আফ্রিকা। কখনো কখনো কাজাকিস্তান, তুরস্ক, ইরাক ও রাশিয়াতেও দেখা মেলে পবিত্র আইবিস পাখির।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post