এমন তো সময় আসতে পারে যে বাংলাই সবাইকে ডাকবে। কেন্দ্র মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডাকেনি তো কী হয়েছে। একটা বৈঠকে সবকিছু ঠিক হয়ে যায় না। ওরা প্রয়োজন মনে করেনি তাই ডাকেনি। বাংলার মানুষের আত্মসম্মান আছে। বাংলা বাঁচতে জানে। এই বিপদের দিনে সঙ্কটের মোকাবিলাই বড় কথা, রাজনীতি নয়।" দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বৈঠকে পশ্চিমবঙ্গকে না ডাকার প্রতিক্রিয়া হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এই কথা বলেন। অন্যদিকে, লাদাখের গালওয়ানে নিহত রাজ্যের দুই সেনা জওয়ানের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং একজনের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা টুইটারে লিখেছেন, শহিদ জওয়ানদের দুজন বীরভূমের সিপাই রাজেশ ওরাং ও আলিপুরদুয়ারের বিপুল রায় এই রাজ্যের। দেশের জন্য তাঁদের বলিদানের পক্ষে কোনও কিছুই ক্ষতিপূরণ হতে পারে না। তবে এই কাজ তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।
Post a Comment
Thank You for your important feedback