নতুন করে ৯ জনের করোনা আক্রান্তের ফলে ডাবল সেঞ্চুরি করল দক্ষিণ দিনাজপুর।
শনিবার গভীর রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ৯ জনের লালার নমুনার
রিপোর্ট পজিটিভ এসেছে বলে স্বাস্থ্যদফতর সূত্রের খবর। এনিয়ে জেলায় মোট
আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০০। স্বাস্থ্যদফতর সূত্রে জানা গিয়েছে,
বালুরঘাট ব্লকের চারজন আক্রান্ত হয়েছেন। তাঁদের বাড়ি অমৃতখন্ড গ্রাম
পঞ্চায়েতের পন্ডিতপুর, বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুর, চকভৃগু
গ্রাম পঞ্চায়েতের চকভৃগু এবং চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর
গ্রামে। গঙ্গারামপুর ব্লকের কারিয়াল জালালপুর এলাকার এক গৃহবধূ ও তাঁর ৫
বছরের শিশুকন্যার শরীরে সংক্রমণ ধরা পড়েছে। বংশীহারি ব্লকের সিংহাদহ
এলাকার কলকাতা পুলিশে কর্মরত এক ব্যক্তিও করোনা পজিটিভ হয়েছেন। এছাড়া
হরিরামপুর ব্লকের এক মহিলা সহ মোট দু’জনের শরীরে সংক্রমণের হদিস মিলেছে।
এরফলে জেলায় মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ২০০। তবে, ইতিমধ্যেই ১২০ জন
সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। নতুন করে যাঁদের শরীরে সংক্রমণ ধরা পড়েছে,
তাঁদের চিকিৎসার জন্য সেফ হাউসে আনা হচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback