১ জুলাই থেকে কলকাতায় মেট্রো যাতে চালু করা যায়, তার জন্য উদ্যোগী হল রাজ্য সরকার। শুক্রবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে শীঘ্রই আলোচনায় বসবে রাজ্য। তিনি প্রস্তাব দিয়েছেন, যত আসন তত যাত্রী নিয়ে চালু করা হোক মেট্রো পরিষেবা। কারণ হিসেবে তাঁর যুক্তি, নির্দিষ্ট টিকিট বা টোকেন নিয়েই ইলেকট্রনিক গেট পেরিয়ে মেট্রো স্টেশনে ঢুকতে হয়। ফলে সহজেই মেট্রো স্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব। মেট্রোর রেক নিয়মিত স্যানিটাইজ করে ভিড় নিয়ন্ত্রণ করে কীভাবে মেট্রো চালানো সম্ভব, সেটা নিয়ে রাজ্যের আধিকারিক ও কলকাতা পুলিশ কর্তারা শীঘ্রই আলোচনা শুরু করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক বাসমালিকদের জন্য ভর্তুকি ঘোষণা। লকডাউনের মধ্যেই প্রতিদিন বাড়ছে জ্বালানি তেলের দাম। ফলে রাস্তায় কম বেসরকারি বাস। এই পরিস্থিতিতে আগামী ১ জুলাই থেকে রাস্তায় নামা প্রতিটি বেসরকারি বাস পিছু ১৫,০০০ টাকা করে ভর্তুকি দেবে রাজ্য সরকার। এরজন্য আগামী তিনমাসে ২৭ কোটি টাকা খরচ করবে রাজ্য বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি তিনি আরও জানান, ১ জুলাই থেকে আরও ৫০০টি সরকারি বাস নামাবে রাজ্য পরিবহণ দফতর। উল্লেখ্য, বাস ও মিনিবাস মালিকদের সংগঠনগুলি বাসের ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন প্রতিনিয়ত। এবার এই সিদ্ধান্তের পর তাঁদের আর বাস নামানোয় কোনও সমস্যা হবেলনা বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল। রাজ্য সরকার বাস পিছু ভর্তুকি দেবে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাস পর্যন্ত। পাশাপাশি সমস্ত বাসকর্মীদের স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে আসার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ফলে কেউ অসুস্থ হলে তাঁর চিকিৎসা হবে বিনামূল্যে। যদিও এদিন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকেই তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার কোনও ছাড় দিচ্ছে না। তাই প্রতিদিনই বাড়ছে তেলের দাম। এদিন আন্তর্জাতিক উড়ান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনন্ত্রককে চিঠি দিয়ে রাজ্য জানিয়েছে, আপাতত বন্দে ভারত মিশনে কোনও বিমান যেন কলকাতায় পাঠানো না হয়।
Post a Comment
Thank You for your important feedback