বাংলাদেশে করোনা আক্রান্ত ২১ বিচারক


বাংলাদেশের নিম্ন আদালতের মোট ৮৩ জন বিচারক ও কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২১ জন বিচারক এবং ৬২ জন কর্মচারী। রবিবার বালাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রক একথা জানিয়েছে। এছাড়া নওগাঁ জেলা জজ আদালতের মহিউদ্দিন মোহন নামে একজন অফিস সহায়ক করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছেন। তবে তাঁর করোনা টেস্টের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। আক্রান্ত বিচারকদের ইতিমধ্যে মধ্যে সুস্থ হয়েছেন দু’জন। তাঁরা হলেন নেত্রকোণার জেলা ও দায়রা জজ মহম্মদ শাহজাহান কবির এবং মুন্সিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান। বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে শনাক্তের সংখ্যা ও মৃত্যু রবিবার আদের দিনের তুলনায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩৯ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১২ হাজার ৩০৬ জনের। সব মিলিয়ে মারা গেছেন ১ হাজার ৪৬৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post