নরসিমা রাওকে ভারতরত্ন দেওয়ার দাবি


ভারতরত্ন পেতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও। এমনই জানা যাচ্ছে রাজধানীর অলিন্দে। রবিবারই ছিল নরসিমা রাওয়ের শততম জন্মদিন। তাঁর মন কি বাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নরসিমা রাওকে শ্রদ্ধা জানিয়ে ছিলেন। সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও নিজেই নরসিমা রাওকে ভারতরত্ন দেওয়ার দাবি জানাতে দিল্লি যাবেন। তাঁর কথায়, নরসিমা রাওয়ের আর্থিক সংস্কার নতুন যুগের সূচনা করেছিল। জমির অধিকার, শিক্ষা দেশের নতুন দিক নির্দেশ করেছে। তিনি জানান, রাজ্য মন্ত্রিসভা ও বিধানসভায় তাঁকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব নেওয়া হবে। তারপর একটি প্রতিনিধিদল নিয়ে তিনি মোদির সঙ্গে দেখা করবেন। তাছাড়া, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে নরসিমা রাওয়ের নামে রাখা হবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post