শেষমেশ বাতিল হল উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষা



অবশেষে কেন্দ্রীয় বোর্ড বা সিবিএসই-র পথে হেঁটেই উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা বাতিল করল রাজ্য। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কথাই জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, জুলাইয়ের ২, ৬ ও ৮ তারিখ উচ্চমাধ্যমিকের যে তিনটি পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলি বাতিল করা হল। তবে কিসের ভিত্তিতে ওই তিনটি বিষয়ের নম্বর দেওয়া হবে সেটা পরে জানিয়ে দেবে শিক্ষাদফতর। তবে সেক্ষেত্রে আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করতে চাইছে শিক্ষাদফতর। উল্লেখ্য, এদিনই সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বোর্ডের প্রস্তাবকে মান্যতা দিয়ে সিবিএসই ও আইসিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর স্থগিত পরীক্ষাগুলি বাতিল করেছে। রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একই পথে হাঁটল। শেষমেশ বাতিলই হল উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা। উল্লেখ্য, নবান্নে সর্বদলীয় বৈঠকের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষা হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেছিলেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post