চিন সীমান্তে সেনাবাহিনীকে জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সরকারি সূত্র জানাচ্ছে, সাড়ে তিন হাজার কিলোমিটার সীমান্তে এবার উপযুক্ত প্রত্যাঘাত করার নির্দেশ দেওয়া হয়েছে সেনাকে। ইতিমধ্যেই সেনা ও বিমানবাহিনী সীমান্ত বরাবর তাদের শক্তি বাড়াচ্ছে। রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে পূর্ব লাদাখ সীমান্ত পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সেনাপ্রধান এম এম নারাভানে, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিং ও এয়ার চিফ মার্শাল এস কে এস ভাদোরিয়া। বৈঠকে রাজনাথ সীমান্তে কড়া নজর রাখতে বলেছেন। সোমবারই রাশিয়ার আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন রাজনাথ।
চিন সীমান্তে সেনাবাহিনীকে জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সরকারি সূত্র জানাচ্ছে, সাড়ে তিন হাজার কিলোমিটার সীমান্তে এবার উপযুক্ত প্রত্যাঘাত করার নির্দেশ দেওয়া হয়েছে সেনাকে। ইতিমধ্যেই সেনা ও বিমানবাহিনী সীমান্ত বরাবর তাদের শক্তি বাড়াচ্ছে। রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে পূর্ব লাদাখ সীমান্ত পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সেনাপ্রধান এম এম নারাভানে, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিং ও এয়ার চিফ মার্শাল এস কে এস ভাদোরিয়া। বৈঠকে রাজনাথ সীমান্তে কড়া নজর রাখতে বলেছেন। সোমবারই রাশিয়ার আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন রাজনাথ।
Post a Comment
Thank You for your important feedback