চিনকে কড়া হুঁশিয়ারি মোদির



লাদাখে ভারতের মাটিতে যারা চোখ তুলে তাকিয়েছিল, তাঁরা যোগ্য জবাব পেয়েছে। রবিবার মন কি বাত অনষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত বন্ধুত্বের মর্যাদা দিতে জানে। আবার চোখে চোখ রেখে শত্রুকে যোগ্য জবাব দিতেও জানে। লাদাখে বীর সৈনিকরা দেখিয়ে দিয়েছেন, তাঁরা কখনওই ভারতমাতার গৌরবে আঁচড় পড়তে দেবেন না। লাদাখে আমাদের যে বীর জওয়ানরা শহিদ হয়েছেন, তাঁদের সামনে গোটা দেশ আজ শ্রদ্ধায় অবনত। মোদি বলেন, ভারত তার সমস্যাগুলিকে সবসময় সুযোগে রূপান্তরিত করে এসেছে। এ কথা মাথায় রেখে আমাদের চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে যেতে হবে। যদি ১৩০ কোটি ভারতীয় এই লক্ষ্যে সামনে দিকে এগিয়ে গেলে এই বছরটা কৃতিত্ব বা প্রাপ্তির বছরে রূপান্তরিত হবে। দেশ নতুন উচ্চতায় পৌঁছতে পারবে। এ বছর শুধু কোভিড নয়, ভূমিকম্প, ঘূর্ণঝড় (উম্পুন ও নিসর্গ), পঙ্গপাল হানা, ভারত-চিন সীমান্ত সমস্যা-সহ আরও বেশ কয়েকটি অসুবিধের মুখে পড়তে হয়েছে দেশবাসীকে। সেসব সঙ্কট কাটিয়ে উঠবে ভারত, নিশ্চিত প্রধানমন্ত্রী। এদিনও ফের আত্মনির্ভরতার ওপর জোর দিয়েছেন তিনি। সেইসঙ্গে তাঁর কথা, করোনা ভাইরাসকে হারাতে গেলে দেশবাসীকে আনলকে লকডাউনের থেকেও বেশি সতর্ক হতে হবে। সামাজিক বিধি মেনে চলতে হবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post