এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামেই গ্রেফতারি পরোয়ানা জারি করল ইরান। মাসখানেক আগেই বাগদাদে মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয়েছিল ইরানের এক জেনারেল। এই ঘটনাতেই মার্কিন প্রেসিডেন্ট সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইরান সরকার। এমনকি, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ইন্টারপোলের কাছেও ট্রাম্পকে গ্রেফতার করার জন্য সাহায্য চেয়েছে ইরানি সরকার। উল্লেখ্য, বেশ কয়েকমাস ধরেই মার্কিন-ইরান সম্পর্কে অবনতি হয়েছে তেহরান পরমানু চুক্তি নিয়ে। এই আবহেই আমেরিকা ড্রোন হামলা চালিয়েছিল ইরানের বাগদাদ শহরে। সেই হামলাতেই মৃত্যু হয় শীর্ষ ইরানি জেনারেল কাসেম সোলেমানির। এই মামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ৩০ জনের বিরুদ্ধে দায় চাপায় ইরানি সরকার। তবে একমাত্র ট্রাম্পের নামই প্রকাশ করেছে ইরান, বাকি ২৯ জন কারা সেটা জানানো হয়নি। ইরান ট্রাম্পের গ্রেফতারি পরোয়ানা ইন্টারপোলের সদর দফতরে পাঠিয়ে রেড কর্নার নোটিশ জারির আবেদন করেছে। সূত্রের খবর, এই বিষয়ে আলোচনায় বসছেন ইন্টারপোলের কর্তারা। তবে বিশেষজ্ঞ মহলের দাবি, গ্রেফতারি পরোয়ানা জারি হলেই ডোনাল্ড ট্রাম্পের মতো রাষ্ট্রপ্রধানদের গ্রেফতার করতে পারে না ইন্টারপোল। এক্ষেত্রে কূটনৈতিক নিয়মকানুন মেনে চলতে হয় কোনও সংস্থাকে।
এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামেই গ্রেফতারি পরোয়ানা জারি করল ইরান। মাসখানেক আগেই বাগদাদে মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয়েছিল ইরানের এক জেনারেল। এই ঘটনাতেই মার্কিন প্রেসিডেন্ট সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইরান সরকার। এমনকি, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ইন্টারপোলের কাছেও ট্রাম্পকে গ্রেফতার করার জন্য সাহায্য চেয়েছে ইরানি সরকার। উল্লেখ্য, বেশ কয়েকমাস ধরেই মার্কিন-ইরান সম্পর্কে অবনতি হয়েছে তেহরান পরমানু চুক্তি নিয়ে। এই আবহেই আমেরিকা ড্রোন হামলা চালিয়েছিল ইরানের বাগদাদ শহরে। সেই হামলাতেই মৃত্যু হয় শীর্ষ ইরানি জেনারেল কাসেম সোলেমানির। এই মামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ৩০ জনের বিরুদ্ধে দায় চাপায় ইরানি সরকার। তবে একমাত্র ট্রাম্পের নামই প্রকাশ করেছে ইরান, বাকি ২৯ জন কারা সেটা জানানো হয়নি। ইরান ট্রাম্পের গ্রেফতারি পরোয়ানা ইন্টারপোলের সদর দফতরে পাঠিয়ে রেড কর্নার নোটিশ জারির আবেদন করেছে। সূত্রের খবর, এই বিষয়ে আলোচনায় বসছেন ইন্টারপোলের কর্তারা। তবে বিশেষজ্ঞ মহলের দাবি, গ্রেফতারি পরোয়ানা জারি হলেই ডোনাল্ড ট্রাম্পের মতো রাষ্ট্রপ্রধানদের গ্রেফতার করতে পারে না ইন্টারপোল। এক্ষেত্রে কূটনৈতিক নিয়মকানুন মেনে চলতে হয় কোনও সংস্থাকে।
Post a Comment
Thank You for your important feedback