জঙ্গি হামলায় জখম হলেন সিআরপিএফের এক জওয়ান। মারা গিয়েছেন এক নাগরিকও। শুক্রবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারায় হাইওয়ে নিরাপত্তাবাহিনীর একটি যৌথ টহলদারি দলের ওপর জঙ্গিরা হামলা চালায়। জানা গিয়েছে, বাইক চেপে জঙ্গিরা এসে বিজবেহারার পাদশা বাগে নির্বিচার গুলি চালায়। সিআরপিএফের ওই জওয়ান ছাড়াও ৬ বছরের একটি বালক আহত হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে তল্লাশি। শুক্রবার সকালেই নিরাপত্তাবাহিনীর হাতে খতম হয়েছে কমকরেও তিন জঙ্গি। পুলওয়ামা জেলার ত্রালে চেওয়া উল্লার গ্রামে টানা ১৫ ঘণ্টা গুলির লড়াইয়ে মারা গিয়েছে জঙ্গিরা। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র পাওয়া গিয়েছে। এই তিনজনই স্থানীয় বাসিন্দা।
জঙ্গি হামলায় জখম হলেন সিআরপিএফের এক জওয়ান। মারা গিয়েছেন এক নাগরিকও। শুক্রবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারায় হাইওয়ে নিরাপত্তাবাহিনীর একটি যৌথ টহলদারি দলের ওপর জঙ্গিরা হামলা চালায়। জানা গিয়েছে, বাইক চেপে জঙ্গিরা এসে বিজবেহারার পাদশা বাগে নির্বিচার গুলি চালায়। সিআরপিএফের ওই জওয়ান ছাড়াও ৬ বছরের একটি বালক আহত হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে তল্লাশি। শুক্রবার সকালেই নিরাপত্তাবাহিনীর হাতে খতম হয়েছে কমকরেও তিন জঙ্গি। পুলওয়ামা জেলার ত্রালে চেওয়া উল্লার গ্রামে টানা ১৫ ঘণ্টা গুলির লড়াইয়ে মারা গিয়েছে জঙ্গিরা। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র পাওয়া গিয়েছে। এই তিনজনই স্থানীয় বাসিন্দা।
Post a Comment
Thank You for your important feedback