সাধারণ মানুষ নয়, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীদের জন্যই চালানো হোক মেট্রোরেল। এমনটাই সোমবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ফের বলেন, ‘রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা’। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকেও চিঠি দিয়েছেন মুখ্যসচিব। সেখানে অনুরোধ করা হয়েছে, হটস্পট এলাকা থেকে ডোমেস্টিক ফ্লাইট জুলাইয়ের ১৫ তারিখ পর্যন্ত যেন না চলাচল করে। অর্থাৎ দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো করোনা হটস্পট শহর থেকে বিমান কলকাতায় না পাঠানোর অনুরোধ করেছে রাজ্য সরকার। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, আনলক-২ পর্বেও চালানো হবে না লোকাল ট্রেন ও মেট্রো। অর্থাৎ ৩১ জুলাই পর্যন্ত মেট্রো রেল চলবে না। এই নির্দেশিকার জেরে কলকাতা মেট্রোর চাকা না গড়ানোর সম্ভবনাই তৈরি হয়েছে নবান্নে বৈঠকের পর। তবুও কলকাতায় সীমিত সংখ্যায় স্পেশাল মেট্রো পরিষেবা চালু করতে মরিয়া মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে তিনি ফের মেট্রোরেলকে পরিষেবা চালু করার অনুরোধ করেন মানবিক দৃষ্টিভঙ্গি থেকে। তিনি বলেন, আমি আবেদন করছি, আপাতত সকলের জন্য না হলেও জরুরি পরিষেবায় জড়িতদের জন্য মেট্রো পরিষেবা চালু করা হোক। তাতে কিছু মানুষের সুবিধা হবে। বাকিটা বাসে সামাল দেওয়া সহজ হবে। এখন দেখার রাজ্যের চিঠি পেয়ে রেলমন্ত্রক কতটা সচেষ্ট হয় কলকাতায় স্পেশাল মেট্রো পরিষেবা চালু করতে।
সাধারণ মানুষ নয়, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীদের জন্যই চালানো হোক মেট্রোরেল। এমনটাই সোমবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ফের বলেন, ‘রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা’। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকেও চিঠি দিয়েছেন মুখ্যসচিব। সেখানে অনুরোধ করা হয়েছে, হটস্পট এলাকা থেকে ডোমেস্টিক ফ্লাইট জুলাইয়ের ১৫ তারিখ পর্যন্ত যেন না চলাচল করে। অর্থাৎ দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো করোনা হটস্পট শহর থেকে বিমান কলকাতায় না পাঠানোর অনুরোধ করেছে রাজ্য সরকার। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, আনলক-২ পর্বেও চালানো হবে না লোকাল ট্রেন ও মেট্রো। অর্থাৎ ৩১ জুলাই পর্যন্ত মেট্রো রেল চলবে না। এই নির্দেশিকার জেরে কলকাতা মেট্রোর চাকা না গড়ানোর সম্ভবনাই তৈরি হয়েছে নবান্নে বৈঠকের পর। তবুও কলকাতায় সীমিত সংখ্যায় স্পেশাল মেট্রো পরিষেবা চালু করতে মরিয়া মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে তিনি ফের মেট্রোরেলকে পরিষেবা চালু করার অনুরোধ করেন মানবিক দৃষ্টিভঙ্গি থেকে। তিনি বলেন, আমি আবেদন করছি, আপাতত সকলের জন্য না হলেও জরুরি পরিষেবায় জড়িতদের জন্য মেট্রো পরিষেবা চালু করা হোক। তাতে কিছু মানুষের সুবিধা হবে। বাকিটা বাসে সামাল দেওয়া সহজ হবে। এখন দেখার রাজ্যের চিঠি পেয়ে রেলমন্ত্রক কতটা সচেষ্ট হয় কলকাতায় স্পেশাল মেট্রো পরিষেবা চালু করতে।
Post a Comment
Thank You for your important feedback