বিদেশ থেকে ফেরা ডাক্তারি পড়ুয়াদের তুমুল বিক্ষোভ কলকাতা বিমানবন্দরে




কিরঘিজস্তানে (Kyrgyz Republic) আটকে পড়া ডাক্তারি পড়ুয়াদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিল বিহার সরকার। সেইমতো বন্দে ভারত মিশনের আওতায় ১৫১ জন পড়ুয়া বিমানে কলকাতা বিমানবন্দরে নামেন বৃহস্পতিবার রাতে। তাঁরা কিরঘিজস্তানের রাজধানী বিসেক (Bishkek) শহর থেকে ফিরছিল কলকাতায়। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু কলকাতা বিমানবন্দরে নামার পরই শুরু হয় চাপানউতোর। কলকাতা বিমানবন্দর কর্তপক্ষ ওই ডাক্তারি পড়ুয়াদের জানায় নিয়ম মেনে তাঁদের ১৪ দিন কোয়ারেন্টাইনে যেতে হবে। এরজন্য তাঁদের কয়েকটি হোটেলের তালিকা ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই বিমানবন্দরের ভিতর শুরু হয় গোলমাল। তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই পড়ুয়ারা। তাঁদের সঙ্গে যোগ দেন অন্যান্য কয়েকজন যাত্রীও।


পড়ুয়াদের দাবি, তাঁরা পয়সা খরচ করে হোটেল কোয়ারেন্টাইনে যাবেন না। তার বদলে তাঁদের জন্য বাসের ব্যবস্থা করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুক সরকার। নিজেদের বাড়িতেই তাঁরা ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। আবার কেউ কেউ প্রশ্ন তোলেন, বিহার সরকার তাঁদের কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করেছে। তবে কলকাতায় কেন বাড়তি খরচ করে হোটেল কোয়ারেন্টাইনে থাকবেন? পড়ুয়াদের বক্তব্য, তাঁরা প্রত্যেকেই ডাক্তারি বিদেশে পড়ছেন, তাই করোনা সংক্রান্ত নিয়ম-নিষেধ সমস্তই ভালো রকম জানেন। তাঁরা প্রত্যোকেই সুস্থ তাই হোম কোয়ারেন্টাইনে থাকলেই চলবে। এই নিয়ে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত প্রায় ৪ ঘন্টা তুমুল বিক্ষোভ চলে কলকাতা বিমানবন্দরে। এরপর রাত একটা নাগাদ পিছু হটে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রায় জোর করেই ওই ডাক্তারি পড়ুয়ারা বাসে করে বিহারের উদ্দেশ্যে রওনা হয়ে যায়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post