চিনকে ডিজিটাল স্ট্রাইক, ব্যান TikTok, UC Browser সহ একাধিক চিনা অ্যাপ

 

চিনকে শিক্ষা দিতে কেন্দ্রীয় সরকারের ডিজিটাল স্ট্রাইক। অনেকটা সার্জিক্যাল স্ট্রাইকের মতোই তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত ৫৯টি জনপ্রিয় চিনা মোবাইল অ্যাপ ব্যান করল কেন্দ্র। এরমধ্য রয়েছে টিকটক, ইউসি ব্রাউজার, সেয়ারইট, ক্যামস্ক্যানার, হ্যালো, বাইডু ম্যাপ, বিগোর মতো অত্যাধিক জনপ্রিয় অ্যাপ। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক এক নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে ভারতের সুরক্ষা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং এ দেশের সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। এর জন্য তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা এবং ২০০৯ সালের তথ্যপ্রযুক্তি বিধির সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করেছে মোদী সরকার। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে অবিলম্বে এই নির্দেশ কার্যকর হবে। বিশেষজ্ঞমহলের মতে, লাদাখে চিন সীমান্তে চিনা সেনাবাহিনীর আগ্রাসনের মধ্যেই ভারতের এই সিদ্ধান্ত যথেষ্ঠই তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য আনলক ওয়ান পর্বের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, দেশবাসীকে আত্মনির্ভর হতে হবে। এবার বহুল প্রচলিত চিনা মোবাইল অ্যাপগুলি ব্যান করার পর দেশীয় প্রযুক্তির ওপর নির্ভরশীল হবে দেশবাসী। পাশাপাশি দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল এই চিনা অ্যাপগুলি একেবারেই নিরাপদ নয়। আবার টিকটক, ভিগো, হ্যালোর মতো মোবাইল অ্যাপের বিরুদ্ধে অভিযোগ উঠছিল সমাজে বিরুপ প্রভাব ফেলার। এরজন্য এর আগে এই ধরণের কয়েকটি অ্যাপে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে সেটা বেশিদিন কার্যকর হয়নি। সূত্রের খবর, গুগুল প্লে ও অ্যাপেল অ্যাপ স্টোরের মতো সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হবে নতুন করে ডাউনলোড ‘ব্লক’ করতে। পাশাপাশি ইন্টারনেট পরিষেবা সংস্থাগুলিকে বলা হবে, ওই অ্যাপগুলির জন্য নেট না-জোগাতে। কারণ ব্যান করলেই এই সমস্ত অ্যাপ মোবাইল থেকে স্বয়ংক্রিয়ভাবে (By Default) মুছে ফেলা সম্ভব নয়। এর জন্য দেশবাসীকেই এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
একনজরে দেখে নিন ব্যান হওয়া অ্যাপগুলির তালিকা-
টিকটক, ক্যামস্ক্যানার, শেয়ারইট, ইউসি ব্রাউজ়ার, ইউসি নিউজ, বাইডু ম্যাপ, শাইন, ডিইউ ব্যাটারি সেভার, ডিইউ রেকর্ডার, ডিইউ ক্লিনার, ডিইউ ব্রাউজ়ার, ডিইউ প্রাইভেসি, লাইকি, উইচ্যাট, বিউটি প্লাস, হেলো, লাইকি, ইউক্যাম মেকআপ, ভিগো ভিডিয়ো, ভিগো লাইভ, জেন্ডার, নিউজডগ, উইচ্যাট, বিউটি প্লাস, উইসিঙ্ক, কিউকিউ মেল, কিউকিউ মিউজিক, কিউকিউ নিউজফিড, কিউইউ ভিডিয়ো আইএনসি, কিউকিউ প্লেয়ার, কিউকিউ ইন্টারন্যাশনাল, কিউকিউ সিকিউরিটি সেন্টার, কিউকিউ লঞ্চার, সেলফিসিটি, মেল মাস্টার, প্যারালেল স্পেস, ইএস ফাইল এক্সপ্লোরার, ভিভা ভিডিয়ো, নিউ ভিডিয়ো স্টেটাস, ভল্ট-হাইড, ক্যাশ ক্লিনার-ডিইউ অ্যাপ স্টুডিয়ো, ইউভিডিয়ো, ভি ফ্লাই স্টেটাস ভিডিয়ো, মোবাইল লেজেন্ডস, ডিইউ প্রাইভেসি, মেইটু, ভল্ট-হাইড, ক্যাশ ক্লিনার-ডিইউ অ্যাপ স্টুডিয়ো, ক্লিনমাস্টার-চিতা মোবাইল, ওয়ান্ডার ক্যামেরা, ফোটো ওয়ান্ডার, উইমিট, সুইট সেলফি, হাগো প্লে উইথ নিউ ফ্রেন্ডস বাইডু ট্রান্সলেট, ভিমেট।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post