ভারতের কালাপানি, লিপুলেখ আর লিম্পিয়াধুরাকে নেপাল তাদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার পর দিল্লি-কাঠমান্ডু সম্পর্ক আরও জটিলতার দিকে এগোচ্ছে। শনিূবার সন্ধ্যায় নেপালের সংসদ এই অন্তর্ভুক্তি অনুমোদন করেছে। নিম্নকক্ষে অনুমোদনের পর এখন সংশোধনী বিলটি যাবে উচ্চকক্ষে। সেখানে শাসক দলের হাতে রয়েছে ৫৯টির মধ্যে ৫০টি আসন। ১০ দিন আগেই সংদের নিম্ন কক্ষে এই মর্মে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, নেপালের দাবির কোনও ঐতিহাসিক তথ্যপ্রমাণ নেই। তা আদৌ গ্রহণযোগ্য নয়। আটমাস আগে জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার পর ভারত একটি মানচিত্র প্রকাশ করেছিল। তাতেই ওই তিনটি এলাকাকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছিল। ৮ মে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরাখণ্ডের ধারাচুলা থেকে লিপুলেখ পর্যন্ত ৮০ কিলোমিটার সড়ক নির্মাণর সূচনা করেন। তারপরই বিবাদ বড় আকার নিয়েছে। ভারতের তরফে সীম্নাত নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে নেপালকে। নেপালের পিছনে চিনের মদত রয়েছে বলেও পরোক্ষে জানানো হয়েছে।
ভারতের কালাপানি, লিপুলেখ আর লিম্পিয়াধুরাকে নেপাল তাদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার পর দিল্লি-কাঠমান্ডু সম্পর্ক আরও জটিলতার দিকে এগোচ্ছে। শনিূবার সন্ধ্যায় নেপালের সংসদ এই অন্তর্ভুক্তি অনুমোদন করেছে। নিম্নকক্ষে অনুমোদনের পর এখন সংশোধনী বিলটি যাবে উচ্চকক্ষে। সেখানে শাসক দলের হাতে রয়েছে ৫৯টির মধ্যে ৫০টি আসন। ১০ দিন আগেই সংদের নিম্ন কক্ষে এই মর্মে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, নেপালের দাবির কোনও ঐতিহাসিক তথ্যপ্রমাণ নেই। তা আদৌ গ্রহণযোগ্য নয়। আটমাস আগে জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার পর ভারত একটি মানচিত্র প্রকাশ করেছিল। তাতেই ওই তিনটি এলাকাকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছিল। ৮ মে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরাখণ্ডের ধারাচুলা থেকে লিপুলেখ পর্যন্ত ৮০ কিলোমিটার সড়ক নির্মাণর সূচনা করেন। তারপরই বিবাদ বড় আকার নিয়েছে। ভারতের তরফে সীম্নাত নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে নেপালকে। নেপালের পিছনে চিনের মদত রয়েছে বলেও পরোক্ষে জানানো হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback