চিনের ধাক্কায় দ্রুত ৬টি রাফাল জেট আনছে ভারত


লাদাখে ভারত-চিন সীমান্তে চিনা সেনাবাহিনী ঘুঁটি সাজাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতীয় বাহিনীকে স্বস্তি দিতে ফ্রান্স থেকে আরও ৬টি রাফাল যুদ্ধবিমান নিয়ে আসার সিদ্ধান্ত নিল ভারত। এরজন্য ফ্রান্সকে বিশেষ অনুরোধ করেছে দিল্লি। আর ভারতের অনুরোধকে সম্মান জানাতেই জুলাই মাসের শেষের দিকেই ৬টি রাফাল জেট পাঠিয়ে দেবে ফ্রান্স। উল্লেখ্য ফ্রান্স থেকে প্রথম দফায় চারটি যুদ্ধবিমান আসার কথা ছিল। তার জায়গায় এখন ৬টি বিমান আসবে। আগামী ২৭ জুলাইয়ের মধ্যেই আম্বালা বিমানঘাঁটিতে এই বহু প্রতীক্ষিত যুদ্ধবিমান চলে আসবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন, এই মুহূর্তে দশটি রাফাল প্রস্তুত দাসাউ অ্যাভিয়েশনের ফ্যাক্টরিতে। এরমধ্যে ৬টি চলে আসবে জুলাইয়ের শেষদিকে। বাকি চারটিতে ভারতীয় পাইলটরা ট্রেনিং নেবেন ফ্রান্সে। উল্লেখ্য, ২০১৬ সালে ৩৬টি রাফাল ফাইটার জেট কেনার বরাত দেওয়া হয়েছিল ফ্রান্সের দাসাউ অ্যাভিয়েশন কোম্পানিকে। যার মূল্য প্রায় ৫১ হাজার কোটি টাকা। চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের মাঝেই দ্রুত রাফাল জেট নিয়ে আসার সিদ্ধান্ত যথেষ্টই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post