নিউমার্কেটে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ঘুলঘুলি ভেঙে ভল্ট লুঠের চেষ্টা


নিউমার্কেটে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা। সোমবার ব্যাঙ্ক খোলার পর ঘটনাটি বুঝতে পারেন কর্মীরা। এরপরই ব্যাঙ্কের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, সোমবার ওই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ভল্টের সামনে যাওয়ার পরই আধিকারিকরা বুঝতে পারেন ভল্ট লুঠের চেষ্টা করা হয়েছে। উল্লেখ্য, চতুর্থ শনিবার ও রবিবার ছুটির দিন থাকায় জানা যায়নি কবে এই চেষ্টা করেছে দুষ্কৃতীরা। নিউমার্কেট থানা এলাকার ৫ নম্বর লিন্ডসে স্ট্রিটের দোতলায় ওই ব্যাঙ্কের শাখা। জানা গিয়েছে সামনের দরজার সমস্ত তালা অক্ষত থাকলেও পিছনের দিকের একটি ঘুলঘুলি ভেঙে ওই শাখায় ঢোকে দুষ্কৃতীরা। গ্যাস কাটার জাতীয় কিছু দিয়ে ভল্ট কাটার চেষ্টাও হয়েছে।

যদিও কোনও সোনাদানা ও টাকাপয়সা নিয়ে যেতে পারেনি দুষ্কৃতীরা। কারণ এই জাতীয় ভল্টের দুটি অংশ। সামনের অংশটিই কাটতে পেরেছে লুঠেরার দল। মূল অংশ অর্থাৎ যেখানে টাকা এবং সোনা ছিল সেই অংশ অক্ষত থাকায় বড় কিছু খোওয়া যায়নি বলে পুলিশের কাছে দাবি করেছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় সিসিটিভি থাকলেও সেগুলি বন্ধ ছিল। ফলে ব্যাঙ্কের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। পাশাপাশি ওই ভল্ট কাটার চেষ্টা হল অথচ অ্যালার্ম বাজল না কেন? এই প্রশ্নও উঠছে। তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বিদ্যুতের তার কেটে দেওয়াতেই সিসি ক্যামেরা ও অ্যালার্ম বাজেনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দারা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post