মুর্শিদাবাদ থেকে জামালপুরে পুজো দিতে যাচ্ছিলেন ৫০ জনের বেশি পূণ্যার্থী। সেই জন্য একটি ছোট ট্রাক (৪০৭ গাড়ি) ভাড়া করেই যাচ্ছিলেন তাঁরা। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পথেই। ফলে আহত হয়েছেন প্রায় ২৫ জন যাত্রী। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর নবদ্বীপ সড়কে কোতোয়ালি থানার দে পাড়া এলাকায়। সোমবার দুপুরে এই দুর্ঘটনার ফলে ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়দের দাবি, দ্রুতগতিতে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রন হারায় গাড়িটি। গাড়ির যাত্রীদের দাবি, একটি গাড়িকে পাশ দিতে গিয়েই নিয়ন্ত্রন হারায় ৪০৭ গাড়িটি।
স্থানীয় মানুষই প্রথম ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে স্থানীয় শক্তিনগর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কৃষ্ণনগর হাসপাতাল ও কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে শক্তিনগর থানার পুলিশ। গাড়িটিকে রাস্তা থেকে সরানো হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশের গাফিলতিতেই এই দুর্ঘটনা। এই করোনা মহামারীর মধ্যেই কীভাবে প্রকাশ্যে এত মানুষ এই ৪০৭ গাড়ি করে এতদূর চলে এলেন। কেন পুলিশ গাড়িটিকে আটকাল না? প্রশ্ন তুলছেন এলাকার মানুষ।
Post a Comment
Thank You for your important feedback