তামিলনাডুর তুতিকোরিনে পুলিশ লকআপে বাবা-ছেলেকে পিটিয়ে মারার অভিযোগে আরও তিন পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন সাব ইন্সপেক্টর ও দুজন কনস্টেবল। এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হল। ১৯ জুন তুতিকোরিনের সান্থানকুলাম থানায় পি জয়রাজ ও তাঁর ছেলে জে ফেলিক্সকে পুলিশ লকডাউনে তাঁদের মোবাইলের দোকান বন্ধ না করার অভিযোগে থানায় তুলে আনে। তাঁদের বিচারবিভাগীয় হেফাজত হয়। নিয়ে যাওয়া হয় কোভিলপাত্তি জেলে। ২১ জুন মারা যান পি জয়রাজ। ২৩ তারিখ ভোরে মারা যান ফেলিক্স। মোট ৬ জনের নামে হত্যার অভিযোগে এফআইআর হয়েছে। পরদিন মাদ্রাজ হাইকোর্ট তদন্তের ভার দেয় সিবি-সিআইডির হাতে। তামিলনাডু সরকার এই মামলা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে।
তামিলনাডুর তুতিকোরিনে পুলিশ লকআপে বাবা-ছেলেকে পিটিয়ে মারার অভিযোগে আরও তিন পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন সাব ইন্সপেক্টর ও দুজন কনস্টেবল। এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হল। ১৯ জুন তুতিকোরিনের সান্থানকুলাম থানায় পি জয়রাজ ও তাঁর ছেলে জে ফেলিক্সকে পুলিশ লকডাউনে তাঁদের মোবাইলের দোকান বন্ধ না করার অভিযোগে থানায় তুলে আনে। তাঁদের বিচারবিভাগীয় হেফাজত হয়। নিয়ে যাওয়া হয় কোভিলপাত্তি জেলে। ২১ জুন মারা যান পি জয়রাজ। ২৩ তারিখ ভোরে মারা যান ফেলিক্স। মোট ৬ জনের নামে হত্যার অভিযোগে এফআইআর হয়েছে। পরদিন মাদ্রাজ হাইকোর্ট তদন্তের ভার দেয় সিবি-সিআইডির হাতে। তামিলনাডু সরকার এই মামলা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে।
Post a Comment
Thank You for your important feedback