মাস্ক পরোটা


সঙ্কটেও হার মানেনি সৃজনশীলতা। করোনা মহামারীর বাজারে তাক লাগিয়ে দিয়েছে মাদুরাইয়ের এক রেস্তোরাঁ। সেখানকার রাঁধুনি বানিয়ে ফেলেছেন মাস্ক করোনা।
কোথু পরোটা, কাইমা পরোটা, ভিচু পরোটা, চিলি পরোটা ছিলই। তারই মাঝে এবার এল মাস্ক পরোটা। ফেস মাস্কের আদলে তৈরি এই পরোটা সাড়া ফেলে দিয়েছে শহরে। বানিয়েছেন ওই রেস্তরাঁর পরোটা মাস্টার কে এল কুমার। রসনাতৃপ্তির পাশাপাশি খাইয়েদের সচেতন করার জন্যও এই উদ্যোগ। এখন কেবল খাবার নিয়ে যেতে পারেন খদ্দেররা। তাই প্যাক করার আগে তিনি এই মাস্ক পরোটা দেখিয়ে দিচ্ছেন তাদের। পাতলা ময়দার এই পরোটা ভাঁজ করে বানানো হচ্ছে এই ভেচ্চু পরোটা।
মাদুরাইয়ে গত কদিনে বেড়ে গিয়েছে করোনা সংক্রমণের হার। বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫,২৯৯ জন। মারা গিয়েছেন ৯৫ জন। ১২ জুলাই পর্যন্ত মাদুরাইয়ে সম্পূর্ণ লকডাউন করেছে সরকার।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post